BJ Sports – Cricket Prediction, Live Score

কেকেআরের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার

 কেকেআরের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার

#image_title

Venkatesh Iyer. (Photo Source: Jio Cinema)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২২ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এমআই। পেটের সমস্যার কারণে এই ম্যাচে রোহিত শর্মা প্রথম এগারোয় না থাকায় মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। এই ম্যাচেই কেকেআরের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম শতরানটি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএলের উদ্বোধনী মরসুমের উদ্বোধনী ম্যাচে সেই শতরানটি এসেছিল। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ১৪০ রানে জয় পেয়েছিল কেকেআর। সেই শতরানের ১৫ বছর পর আবার কেকেআরের কোনো ব্যাটসম্যান শতরান করল। ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৫১ বলে ২০৩.৯২ স্ট্রাইক রেটের সাথে ১০৪ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৯টি ছয়। রাইলি মেরেডিথের বলে ডুয়ান জানসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভেঙ্কটেশ।

মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৮৬ রানের লক্ষ্য রাখল কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র ভেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেল ২০-র উপরে রান করেন। কেকেআরের দুই ওপেনার নারায়ণ জগদীশন এবং রাহমানুল্লাহ গুরবাজ যথাক্রমে ৫ বলে ০ রান এবং ১২ বলে ৮ রান করে আউট হন। এই ম্যাচে অধিনায়ক নীতিশ রানাও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শার্দুল ঠাকুর ১১ বলে ১৩ রান করেন। রিঙ্কু সিংও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ১৮ বলে ১৮ রান করে আউট হন। শেষে আন্দ্রে রাসেলের ১১ বলে অপরাজিত ২১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান করে কেকেআর।

এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে সফল বোলার ছিলেন হৃত্বিক শোকিন। তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। ডুয়ান জানসেন, ক্যামেরন গ্রিন, পীযুষ চাওলা এবং রাইলি মেরেডিথ প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। তাই তাদের পরাজিত করার জন্য ভালো বোলিংয়ের প্রদর্শন করতে হবে কেকেআরকে। শেষমেশ এই ম্যাচে কোন দল জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়।

তার এই শতরান নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

📸 📸

Take a bow, @venkateshiyer 🙌

Follow the match ▶️ https://t.co/CcXVDhfzmi#TATAIPL #MIvKKR

Exit mobile version