Nitish Rana. (Image Source: IPL/Twitter)
ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার প্রশংসা করে বলেছেন যে তিনি আইপিএলের চলমান সংস্করণে কেকেআরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে নীতীশ রানার পারফর্ম্যান্সে মুগ্ধ হয়েছেন হরভজন এবং প্রাক্তন অফ-স্পিনার খুশি হয়েছেন আইপিএলে প্রথমবারের জন্য নীতীশকে নেতৃত্ব দিতে দেখে।
কেকেআর এখনও অবধি বিশেষ ধারাবাহিকতা দেখাতে পারেনি। চার ম্যাচে দুটি জয় ও দুটি হারের পরে কেকেআর এখন পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ১৬ই এপ্রিল, রবিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবিলা করবে কেকেআর।
নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার হয়ে উঠেছেন। তিনি তার শেষ দুই ইনিংসে ৭ নম্বরে ব্যাটিং করে অপরাজিত ৪৮ এবং ৫৮ রান করেছেন। অন্যদিকে অধিনায়ক নীতীশ চার ম্যাচে ১৪৫ রান করেছেন। আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
ম্যাচের আগে স্টার স্পোর্টসে ‘ক্রিকেট লাইভ’ শোতে হরভজন সিং বলেছেন, “নীতীশ রানা গত দুই ম্যাচে কেকেআরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তার টাইমিং নির্ভেজাল ছিল, সে স্পিনার ও পেসারদের সমান স্বাচ্ছন্দ্যে আক্রমণ করেছে। সে ভালো ব্যাটিং করছে এবং এমনকি অধিনায়কত্বও দুর্দান্তভাবে পালন করছে।”
আন্দ্রে রাসেলের চোট ও ফর্ম নিয়ে উদ্বিগ্ন থাকবে কেকেআর
অন্যদিকে কেকেআর তাদের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে চিন্তিত। তিনি এই আইপিএলে ব্যাট হাতে ছন্দে নেই। রাসেল ১৪ই এপ্রিল, শুক্রবার, কলকাতায় এসআরএইচের বিপক্ষে তাঁর ওভারের কোটা শেষ করতে পারেননি ক্র্যাম্পিংয়ের কারণে। তবে তিন উইকেট বোলিংয়ে অবদান রেখেছেন রাসেল।
ওপেনার হিসেবে গুরবাজ মরসুমের শুরুটা ভালো করলেও, পরপর দুই ইনিংসে তাঁর ব্যাটে তেমন রান নেই। এমন অবস্থায় কেকেআর বিস্ফোরক ইংলিশ ব্যাটার জেসন রয়কে খেলাবে কিনা তা দেখার বিষয়। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী কেকেআরের হয়ে নিয়মিত উইকেট নিচ্ছেন। তবে ভারতীয় ও বিদেশী পেসার, কেউই কেকেআরকে যথেষ্ট ভরসা যোগাতে পারেননি।
The post “কেকেআরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে” – অধিনায়ক নীতীশের প্রশংসা করলেন প্রাক্তন নাইট appeared first on CricTracker Bengali.