BJ Sports – Cricket Prediction, Live Score

কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন লিটন দাস

 কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন লিটন দাস

#image_title

Litton Das. ( Photo Source: KKR/Twitter )

রবিবার আইপিএলের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংয়ের হাত ধরে এক অসম্ভবকে সম্ভব করেছে কলকাতার নাইটরা। সেই জয়ের রাতেই নাইট শিবিরে যোগ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই হয়ত দেখা যেতে পারে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার লিটন দাসকে। রবিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন লিটন দাস। সোমবারই শহরে পৌঁছবে নাইট রািডার্স। মঙ্গলবার থেকেই প কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে পড়বেন লিটন দাস।

সাকিব আল হাসানের এবারের আইপিএলে না থাকার খবর আসার পর থেকেই লিটন দাসকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। দেশের হয়ে খেলা এবং এনওসি নিয়ে টানা পোড়েনের মাঝে শেষপর্যন্ত সাকিব আল হাসানকে ছাড়াই এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কলকাতা  নাইট রাইডার্স। তাঁর পরিবর্তে এবারের আইপিএলে জেসন রয়কে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। যদিও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জেসন রয়কে না নবামানোরই সিদ্ধান্ত নিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট।

৫০ লক্ষ টাকায় লিটন দাসকে দলে নিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্স

যদিও কয়েকদিন আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির তরফে লিটন দাসের স্কোয়াডে যোগ দেওয়ার খবর জানানো হয়েছিল। রবিবার রাতেই কলকাতায় পৌঁছলেন লিটন দাস। তবে এখনও পর্যন্ত সতীর্থদের সঙ্গে দেখা হয়নি তাঁর। সোমবারই গুজরাত থেকে ফিরছে কলকাতা নাইট রাইডার্স।  লিটন দাসের কলকাতায় পৌঁছনোর খবর যে নাইট রাইডার্স শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স।

সেখানেই লিটন দাসকে দলে রাখা হয় কিনা তা তো সময়ই বলবে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে মিনি নিলাম থেকেই সাকিব আল হাসান এবং লিটন দাসকে দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও তাদের আসা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সাকিব আল হাসান না খেললেও, লিটন দাসকে দেখা যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। যদিও পুরো মরসুম লিটন দাস খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।

প্রথম ম্যাচ হারলেও এবারের আইপিএলে পরপর দুই ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার লিটন দাসের তাদের দলে যোগ দেওয়া যে নাইট শিবিরকে আরও শক্তিশালী করল তা বলার অপেক্ষা রাখে না। এখবনও পর্যন্ত দেশের হয়ে ৭০টি টি২০ ম্যাচ খেলেছেন লিটন দাস। সেখানেই তাঁর রান রয়েছে ১২২১ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৩২.৪৩। সেইসঙ্গে অর্ধশতরান রয়েছে ১০টি।

The post কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন লিটন দাস appeared first on CricTracker Bengali.

Exit mobile version