BJ Sports – Cricket Prediction, Live Score

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্ৰথম এগারোয় কেন নেই রোহিত শর্মার নাম?

 কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্ৰথম এগারোয় কেন নেই রোহিত শর্মার নাম?

#image_title

Rohit Sharma. ( Image Source: IPL/BCCI )

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২২ তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এক অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

রোহিত শর্মা প্ৰথম এগারোয় না থাকায় পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। এবারের মরসুমে ব্যাট হাতে এখনও অবধি ভালো প্রদর্শন করতে পারেননি সূর্যকুমার। তিনি এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন এবং মাত্র ১৬ রান করেছেন। তিনি কেকেআরের বিরুদ্ধে অবশ্যই একটি নজরকাড়া ইনিংস খেলার চেষ্টা করবেন।

টসের সময় সূর্যকুমার যাদব জানিয়েছেন যে রোহিত পেটের সমস্যায় ভুগছেন। তার এই সমস্যার কারণেই আজ এমআইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদব বলেন, ” আমরা প্রথমে বোলিং করব; উইকেট শুকনো দেখাচ্ছে। বলটা পরে ভালোভাবে ব্যাটে আসবে। রোহিত বাইরে, তার পেটে সমস্যা হয়েছে। এবার সময় এসেছে ভালো প্রদর্শন করার। আমরা একটা পরিবর্তন করেছি; ডুয়ান জানসেন আসছেন, বাকি দল একই রয়েছে।”

ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলছেন ভেঙ্কটেশ আইয়ার

কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। শুরুতেই নিজের উইকেট হারান নারায়ণ জগদীশন। তিনি ৫ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। ক্যামেরন গ্রিনের শিকার হন তিনি। আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ১২ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনি এমআইয়ের অভিজ্ঞ স্পিনার পীযুষ চাওলার শিকার হন।

আগের ম্যাচে কেকেআরের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটসম্যান নীতিশ রানা এই ম্যাচে বেশি রান করতে পারেননি। তিনি ১০ বলে মাত্র ৫ রান করে আউট হন। তার উইকেটটি নেন হৃত্বিক শোকিন। এরপর তার এবং নীতিশ রানার মধ্যে একটি তর্ক হতে দেখা যায়। এমআইয়ের বাকি খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতির সামাল দেন। শার্দুল ঠাকুর ১১ বলে ১৩ রান করেন। তিনিও হৃত্বিক শোকিনের শিকার হন। তিনি কেকেআরের বাকি ব্যাটসম্যানরা এখনও অবধি তেমন একটা রান করতে না পারলেও সেই অভাব ভেঙ্কটেশ আইয়ার পূরণ করে দিচ্ছেন। তিনি শতরানের অনেকটাই কাছে পৌঁছে গেছেন। এই মুহূর্তে ভেঙ্কটেশ আইয়ারের সাথে ক্রিজে রয়েছেন রিঙ্কু সিং। শেষমেশ কেকেআর স্কোরবোর্ডে কত রান তোলে সেটাই এখন দেখার বিষয়।

The post কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে প্ৰথম এগারোয় কেন নেই রোহিত শর্মার নাম? appeared first on CricTracker Bengali.

Exit mobile version