Nitish Rana. (Image Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। শ্রেয়াস আইয়ার চোটের কারণে খেলতে না পারার জন্যই তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি কেকেআরকে সফলতা এনে দিতে পারেননি। লিগ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল কেকেআর। তারা ১৪টি ম্যাচ খেলে মাত্র ৬টি ম্যাচে জয় পেয়েছিল।
আইপিএলের ১৬ তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতাতে না পারলেও নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করার আরও একটি সুযোগ পেয়েছেন তিনি। ১০ই জুলাই, সোমবার আসন্ন দেওধর ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে উত্তরাঞ্চল। সেই দলকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন নীতিশ রানা। কেকেআরের আগে তিনি প্ৰথম শ্রেণীর ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তাদের সফলতা এনে দিতে না পারায় তিনি অধিনায়কের পদ হারিয়েছিলেন।
উত্তরাঞ্চলের দলে নীতিশ রানা বাদেও এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাদের আমরা আইপিএল ২০২৩-এ খেলতে দেখেছিলাম। শেষমেশ উত্তরাঞ্চলকে নীতিশ সফলতা এনে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
নীতিশ রানার কাছে ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও তিনি মাত্র ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১টি হল ওডিআই ম্যাচ এবং ২টি হল টি-২০ ম্যাচ। ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে না পারায় তিনি দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন।
২৪শে জুলাই থেকে শুরু হবে দেওধর ট্রফি
দেওধর ট্রফি ২০২৩ পুডুচেরিতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি ২৪ই জুলাই শুরু হবে এবং ৩রা আগস্ট শেষ হবে। উত্তরাঞ্চলের পাশাপাশি পশ্চিমাঞ্চলও দল ঘোষণা করে দিয়েছে।
পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে এবং সরফরাজ খানের মতো খেলোয়াড়রা পশ্চিমাঞ্চল দলে রয়েছেন।
দেওধর ট্রফির জন্য উত্তরাঞ্চল দল – নীতিশ রানা (অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরান সিং, এসজি রোহিলা, এস খাজুরিয়া, মনদীপ সিং, হিমাংশু রানা, বিভ্রান্ত শর্মা, নিশান্ত সিন্ধু, ঋষি ধাওয়ান, যুধবীর সিং, সন্দীপ শর্মা, হর্ষিত রানা, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডে।
স্ট্যান্ড-বাই খেলোয়াড় – মায়াঙ্ক ডাগর, মায়াঙ্ক যাদব, আরসলান খান, শুভম অরোরা, যুবরাজ সিং, মানান ভোরা, আকিব নবি, শিবাঙ্ক বশিষ্ট।
দেওধর ট্রফির জন্য পশ্চিমাঞ্চল দল – প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শ’, রাহুল ত্রিপাঠি, হারভিক দেশাই, হেট প্যাটেল, সরফরাজ খান, অঙ্কিত বাওয়ানে, সমর্থ ব্যাস, শিবম দুবে, অতীত শেঠ, পার্থ ভুট, শামস মুলানি, আরজান নাগওয়াসওয়ালা, চিন্তন গাজা, রাজবর্ধন হাঙ্গারগেকর।
স্ট্যান্ড-বাই খেলোয়াড় – চেতন সাকারিয়া, তুষার দেশপান্ডে, যুবরাজ দোদিয়া, আবু কাজী, কাথান প্যাটেল।
The post কলকাতা নাইট রাইডার্সের পর আরও একটি দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন নীতিশ রানা appeared first on CricTracker Bengali.