Andre Russell. ( Image Source :BCCI/IPL )
শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই কেরিয়ারের অন্য়তম মাইলস্টোন গড়লেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কেরিয়ারের শততম ম্যাচ খেললেন আন্দ্রে রাসেল। আর তাতেই আপ্লুত তিনি। ম্যাচ শুরুর আগকেই কেকেআরকে নিয়ে আবেগতাড়িত বার্তা দিয়েছিলেন আন্দ্রে রাসেল। নাইট জার্সিতে শততম ম্যাচের মঞ্চে আন্দ্রে রাসেলের হাত থেকে ফের একবার ইডেনের দর্শকরা দেখল বিরাট ছয়। ফের একবার বিধ্বংসী পারফরম্যান্স দেখালেন আন্দ্রে রাসেল।
২০১৪ সালে আইপিেলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পথ চলা সুরু করেছিলেন আন্দ্রে রাসেল। সেই শুরু, নাইটদের হয়ে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাক্ষীও তিনি। এছাড়াও বহু ম্যাচে কলকাতা নািট রাইডার্সের জয়ের নায়কের নামও েই আন্দ্রে রাসেল। নাইট জার্সিতে তাঁর শততম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে নিয়েই আবেগতাড়িত হয়ে পড়েছেন আন্দ্রে রাসেল। এমনকী নিজের দেশের থেকেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে বেশী প্রাধান্য দিয়েছে বলেই মনে করেন এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার।
ইডেন গার্ডেন্সে ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল
সেই ম্যাচে নিজের পারফরম্যান্স দেখানোর জন্যও মুখিয়ে ছিলেন আন্দ্রে রাসেল। সময় কম পেলেও ইডেন গার্ডেন্স কিন্তু ফের একবার সেই বিধ্বংসী আন্দ্রে রাসেলের দেখা মিলল। যদিও বেশীক্ষণ খেলার সুযোগ এদিন পাননি আন্দ্রে রাসেল। এদিন শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাঁর শততম ম্যাচই নয়। সেইসঙ্গে আন্দ্রে রাসেলের জন্মদিনও ছিল এদিন। সেখানেই ইডেনের গ্যালারী স্বাক্ষী থাকল ফের একবার আন্দ্রে রাসেলের আক্রমণাত্মক পারফরম্যান্সের। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা বেশ ভালভাবেই করে দিয়েছিলেন তারকা ক্রিকেটার রহমনুল্লাহ গুরবাজ। দিও তিনি সাজঘরে পেরার পর নাইট রাইডার্সের রানের গতিটা খানিকটা হলেও কমে গিয়েছিল। সেই সময় মাঠে আসেন আন্দ্রে রাসেল। তাঁর হাচ ধরেি সেষপর্যন্ত ১৭০ রানের গন্ডী টপকাতে পেরেছিল কলকাতা নািট রাইডার্স। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের ১৯ বলে ৩৪ রানের ইনিংস জুড়ে রয়েছে ২টো বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি। আর তাতেই ১৭০ রানের গন্ডী টপকাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স।
নাইট রাইডার্সের জার্সিতে আন্দ্রে রাসেল অবশ্য তাঁর শততম ম্যাচে যে আরও বেশী রান চেয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে রাসেলের েমন পারফকরম্যান্সের প্রশংসাতেই এখন সকলে।
The post কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শততম ম্যাচে ঝোড়ো ইনিংস আন্দ্রে রাসেলের appeared first on CricTracker Bengali.