কয়েকদিন পরই দুবাইয়ে হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। তার আগেই আসন্ন মরসিমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মরসুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই আইপিএলের মঞ্চে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন নীতিশ রানা। চোট সারিয়ে এবারই ফের আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার। তার আগেই শ্রেয়স আইয়ারকে ফের নেতৃত্বের ভার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছিলেন তিনি।
এবারের বিশ্বকাপের মঞ্চেই চোট সারিয়ে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি, সোকেশ রাহুলের পাশাপাসি ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন শ্রেয়স আইয়ার। অবশেষে আসন্ন আইপিএলের মঞ্চেও তাঁকেই দেখা যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরের। একইসঙ্গে ফের তাঁর কাঁধে তুসলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। বৃহস্পতিবারই সেই সিদ্ধান্তের কতা ঘোষণা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে। ফের একবার কলকাতা নাইট রাইডার্সে হয়ে নামার জন্য মরিয়ে হয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে ফের অঘিনায়কের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আপ্লুত শ্রেয়স আইয়ার।
শেষ মরসুমে চোটের জন্য আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার
২০২৩ সালে বর্ডার গাভা্সকর ট্রফির সময়ই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপরই ছিটকে গিয়েছিলেনভাতীয় দলের েই তারকা ক্রিকেটার। সেই সময় তাঁর আইপিএলে ফেরার একটা গুঞ্জন শোনা গেলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রেয়স আইয়ারকে নিয়ে তাড়হুড়ো না করার পথেই হেঁটেছিল বিসিসিআই। শ্রেয়স াইয়ারের অনুপস্থিতিতে সেবার নীতিশ রানার ওপরই উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব। অবশেষে চোট সারিয়ে ফেরার পর সেই শ্রেয়স আইয়ারকেই তাঁর দায়িত্ব ফিরিয়ে জদেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে আপ্লুত শ্রেয়স আইয়ার। তিনি জানিয়েছেন, “আমি বিশ্বাস করি যে গত মরসুমে আমাদের বহু চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল। সেখানে আমার চোটটাও অন্যতম একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে নীতিশ রানা যথেষ্ট ভাল কাজ করেছিলেন। শুধুমাত্র আমার জায়গাই সে পূরণ করেনি, ভাল নেতৃত্বের পরিচয়ও দিয়েছিলেন নীতিশ রানা। আমি খুব খুশি যে কেকেআর তাঁকে সহ অধনাকের দায়িত্ব দিয়েছেন। এরফলে আমাগদের নেতৃত্বের জায়গাটা আরও শক্তিশালী হবে”।
বেশ কয়েকদিন ধরেই শ্রেয়স আইয়ারের অধিনায়ক হিসাবে ফিরে আসার কথাটা শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত নীতিশ রানার সঙ্গে আসোচনায় বসার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারই কেকেআরের সঙ্গে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর।
The post কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে ফিরলেন শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.