Ravichandran Ashwin. (Photo by Robert Cianflone/Getty Images)
রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। এইবার এই দক্ষ এবং অভিজ্ঞ ভারতীয় স্পিনারের খাতায় আরো একটি রেকর্ড যোগ হল। টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় উইকেটটেকার হলেন তিনি।
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এই রেকর্ড গড়লেন তিনি। টেস্ট ম্যাচে ভারতীয় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক হওয়ার পাশাপাশি অশ্বিনের ঝুলিতে এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৮৯টি উইকেট রয়েছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে বোলার হিসেবে অশ্বিনের দক্ষতা এবং অভিজ্ঞতা।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে যতো দ্রুত সম্ভব অলআউট করতে হত। অশ্বিন, জাদেজা এবং উমেশ এই তিন অভিজ্ঞ ভারতীয় বোলারের হাত ধরেই অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে আটকে দেয় ভারত। প্রথমে ৭১তম ওভারের শেষ বলে অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে নিজের স্পিনের জালে ফাঁসিয়ে কপিল দেবের রেকর্ডের পাশে নিজের নাম লেখান অশ্বিন।
এরপর সেই রেকর্ড ভাঙতে অশ্বিন খুব বেশি সময় নেননি। ৭৫তম ওভারের প্রথম বলেই অস্ট্রেলীয় উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেরিকে আউট করে কপিল দেবের রেকর্ডকে ছাপিয়ে যান তিনি। এরপরে আরো একটি উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন অশ্বিনের শিকার হন। এই উইকেটের সাথে সাথে অস্ট্রেলিয়া ১৯৭ রানে অলআউট হয়ে যায়। এই স্পেলটি অবশ্যই অশ্বিনের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে অশ্বিনের উইকেট সংখ্যা ৪৬৬। এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেটপ্রাপকের খাতায় সবার উপরে নাম রয়েছে অনিল কুম্বলের। ওঁনার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে উইকেটের সংখ্যা ৬১৯। তবে এই রেকর্ড গড়ার পাশাপাশি অশ্বিন আরো একটি রেকর্ড তৈরি করার খুব নিকটে রয়েছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তিনি ৪০১টি ম্যাচ খেলে মোট ৯৫৩টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন হরভজন সিং। তিনি ৩৬৫টি ম্যাচ খেলে মোট ৭০৭টি উইকেট নিয়েছেন। এই পরিসংখ্যান দেখে বোঝাই যাচ্ছে যে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক হওয়া থেকে তিনি খুব বেশি দূরে নেই। আর ১৯টি উইকেট নিতে পারলেই তিনি আরো একটি নতুন রেকর্ড গড়বেন। ৩৬ বছর বয়সী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই রেকর্ডটি কবে গড়বেন এখন সেটাই এখন দেখার বিষয়।
The post কপিল দেবের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক হলেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.