Pat Cummins. (Photo by Cameron Spencer/Getty Images)
তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলবেন না প্যাট কামিন্স। পরিবারের পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেই সিদ্ধান্তকেই সম্মান জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন আরেক অজি তারকা ট্রেভিস হেড। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই প্যাট কামিন্সের থাকা উচিত্ বলে মনে করছেন ট্রেভিস হেড। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁরপ মা অসুস্থ। সেজন্যই এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্তকেই সমর্থন করছেন ট্রেভিস হেড।
ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে দুই ম্যাচ খেলাও হয়ে গিয়েছে। যদিও দুই ম্যাচেই প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার শোচনীয় হার হয়েছে। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার হারের পরই দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। যেজন্য তৃতীয় টেস্ট ভারতের বিরুদ্ধে ইন্দোরে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার।
মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে যেতে হয়েছে প্যাট কামিন্সকে
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো বটেই, সতীর্থদের থেকেই সমর্থন পেয়েছেন প্যাট কামিন্স। তাঁর পাশেই দাঁডিয়েছেন ট্রেভিস হেডদের মতো তারকা ক্রিকেটাররা। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে প্যাট কামিন্স যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক বলেই মনে করছেন ট্রেভিস হেড। তাঁর মতে ক্রিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সবকিছুই তো পরিবারের জন্য। পরিবারের থেকে একজন ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ অন্যকিছু থাকতে পারে না। ট্রেভিস হেড মনে করছেন প্যাট কামিন্সের আপাতত তাঁর পরিবারের সঙ্গেই থাকা উচিত্।
ট্রেভিস হেড এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা সত্যিই খুব কাছের বন্ধু। তাঁরসঙ্গে সকলেরই সম্প্রতি কথাবার্তা হয়েছে। এখানে তাঁর অনেক কাছের বন্ধুই রয়েছেন। খুব অল্প সময়ের জন্য হলেও তাঁর সঙ্গে আমরা সকলেই কথাবার্তা বলেছি। এই পরিস্থিতিতা সত্যিই তাঁর জন্য খুব কঠিন একটা সময়। আমরা সকলেই প্রত্যাশা রাখি যে এই সময় তিনি বাড়িতেই থাকবেন। কারণ জীবনের থেকে ক্রিকেট কখনোও বড় হতে পারে না। এখানে থাকার থেকে এই সময়টা তাঁর পরিবারের সঙ্গে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁকে সমর্থমের জন্য সবসময়ই রয়েছি আমরা”।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন স্টিভ স্মিথ। সেইসঙ্গে এই তৃতীয় টেস্ট থেকেই হয়ত অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন ক্যামেরণ গ্রীণ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে বল হাতে খানিকটা হলেও অস্ট্রেলিয়াকে স্বস্তি দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।
The post কঠিন পরিস্থিতিতে প্যাট কামিন্সের পাশে থাকার বার্তা ট্রেভিস হেডের appeared first on CricTracker Bengali.