BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে খেলবেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে

 ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে খেলবেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে

#image_title

Ajinkya Rahane. (Photo by Mike Hewitt/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জুলাই মাসে ২টি টেস্ট ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এছাড়াও তাদের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি আন্তর্জাতিক ম্যাচও খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৩-২৫ চক্রে এই টেস্ট সিরিজটি দিয়েই ভারতের যাত্রা শুরু হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলার পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে লেস্টারশায়ারের হয়ে খেলতে পারেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে। ২০১৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। সুতরাং, এটি কাউন্টিতে তার দ্বিতীয় মরসুম হতে চলেছে। কাউন্টি ক্রিকেটে অজিঙ্কা রাহানে দারুণভাবে অভিষেক করেছিলেন। ডিভিশন ওয়ানের একটি ম্যাচে তিনি নটিংহামশায়ারের বিরুদ্ধে শতরান করেছিলেন। নিজের অভিষেক ম্যাচে শতরান করা একটি অনেক বড় ব্যাপার।

২০২৩ সালের জানুয়ারি মাসে অজিঙ্কা রাহানে লেস্টারশায়ারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ শেষ হয়ে যাওয়ার পর তার ৮টি প্ৰথম-শ্রেণীর ম্যাচ এবং রয়্যাল লন্ডন কাপ খেলার কথা ছিল। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ায় তিনি লেস্টারশায়ার দলে যোগদান করতে পারেননি।

“তিনি আগস্টে রয়্যাল লন্ডন কাপ এবং সেপ্টেম্বরে সম্ভবত চারটি কাউন্টি ম্যাচ খেলবেন” – বিসিসিআই সূত্র

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে যে অজিঙ্কা রাহানে রয়্যাল লন্ডন কাপ এবং চারটি কাউন্টি ম্যাচে অংশগ্রহণ করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তিনি থাকবেন না, সেই কারণেই তিনি কাউন্টি ক্রিকেট খেলবেন।

বিসিসিআইয়ের একটি সূত্রের বক্তব্যকে এনডিটিভি উদ্ধৃত করেছে, “অজিঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের পর (যা ২৪শে জুলাই শেষ হওয়ার কথা) সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন এবং বাকি মরসুমের জন্য লেস্টারশায়ারে যোগ দেবেন। তিনি আগস্টে রয়্যাল লন্ডন কাপ এবং সেপ্টেম্বরে সম্ভবত চারটি কাউন্টি ম্যাচ খেলবেন কারণ তিনি সাদা বলের ক্রিকেটে দলে থাকবেন না।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সবথেকে সফল ব্যাটার ছিলেন অজিঙ্কা রাহানে। তিনি প্ৰথম ইনিংসে ১২৯ বলে ৮৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০৮ বলে ৪৬ রান করেছিলেন। ডব্লুটিসির ফাইনাল ম্যাচটিতে ভারত জিততে না পারলেও তিনি নিজের সেরাটা দিয়েছিলেন।

The post ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে খেলবেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে appeared first on CricTracker Bengali.

Exit mobile version