BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই

 ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই

#image_title

Team India. (Photo Source: BCCI)

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথমে তারা দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। এরপর তাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে ভারত। ২৩শে জুন, শুক্রবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করেছে। তবে টি-২০ দল কবে ঘোষণা করা হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি বিসিসিআই।

ভারতের টেস্ট এবং ওডিআই দলে বেশ কয়েকটি নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে। ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করার সুবাদে ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন প্রতিভাবান বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়াও রুতুরাজ গায়কওয়াড়ও টেস্ট দলে জায়গা পেয়েছেন। তিনিও আইপিএলের ১৬ তম সংস্করণে ভালো ব্যাটিং করেছিলেন। এছাড়াও টেস্ট দলে রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

টেস্ট দল থেকে বাদ পড়লেন চেতেশ্বর পূজারা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারত যে দল ঘোষণা করেছে তাতে নাম নেই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে অসফল হওয়ার কারণেই ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

ডব্লুটিসির ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি প্ৰথম ইনিংসে ২৫ বলে ১৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ২৭ রান করেছিলেন। তার জায়গায় অর্থাৎ ওয়ান ডাউনে রুতুরাজ গায়কওয়াড় অথবা যশস্বী জয়সওয়ালকে খেলানোর কথা ভাবতে পারে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। শেষমেশ তরুণ খেলোয়াড়দের মধ্যে কজন প্ৰথম একাদশে সুযোগ পান সেটাই এখন দেখার বিষয়।

NEWS – India’s squads for West Indies Tests and ODI series announced.

TEST Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Yashasvi Jaiswal, Ajinkya Rahane (VC), KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, R Jadeja, Shardul Thakur, Axar Patel, Mohd.… pic.twitter.com/w6IzLEhy63

— BCCI (@BCCI) June 23, 2023

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

India’s ODI Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Surya Kumar Yadav, Sanju Samson (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Shardul Thakur, R Jadeja, Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Jaydev Unadkat, Mohd. Siraj, Umran Malik, Mukesh… pic.twitter.com/PGRexBAGFZ

— BCCI (@BCCI) June 23, 2023

ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

The post ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.

Exit mobile version