Rohit Sharma. (Photo Source: Luke Walker-ICC/ICC via Getty Images)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর কয়েকদিনের বিশ্রাম। আদগামী জুলাই মাসে ফের বাইশগজের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই দীর্ঘ সপর দিয়ে ফের যাত্রা শুরু হবে ভারতীয় দলের। সেই সূচী অবশ্য ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই টেস্ট, ওডিআই ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সিরিজ শুরু হলেই বোঝা যাবে। তবে এই সিরিদে বেশ কিছু ম্যাচ বিশ্রাম পেতে পারেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
সম্প্রতি একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। সেইসঙ্গে এবকটানা ম্যাচও খেলেছে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্রী হার সহ্য করতে হয়েছে ভারতীয় দলকে। মাঝে অবশ্য কয়েকদিন বিরতি। এরপরই ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে সেখানেই নাকি ভারতীয় দলের অধিনায়ককে বিশ্রাম দেওয়া হতে পারে।
এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটির মেজাজে রয়েছেন রোহিত শর্মা
তবে কোন সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হবে তা নিয়ে এখনই কোনওরকম নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। শোনাযাচ্ছে সেখানে টেস্ট সিরিজ কিংবা সাদা বলের ফর্ম্যাট থেকে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। যদিও শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। তবে সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। সেই কথা মাথায় রেখে তাঁকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হলে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই হবে না।
সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। দেসের জার্সি থেকে আইপিএল, দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই ইনিংসে ১৫ ও ৪৩ রান করতে পেরেছিলেন রোহিত শর্মা। এবারের আইপিএলেও রোহিত শর্মা একেবারে ফর্মে ছিলেন না। সেখানে ১৬টি ম্যাচ খেলে মাত্র ৩৩২ রান করতে পেরেছিলেন রোহিত শর্মা। মাত্র দুটো অর্ধশতরান পেয়েচিলেন ভারতীয় ক্রিকেটের এই তারকা ক্রিকেটার।
আপাতত অবশ্য রোহিত শর্মা কয়েকদিনের ছুটিতেই রয়েছেন। পরিবারকে নিয়ে ছুটি কাটাতেই ব্যস্ত রয়েছেন তিনি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফর।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচে বিশ্রাম পেতে পারেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.