Aakash Chopra. (Photo Source: Facebook)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার সামনে রয়েছে এক নতুন ইতিহাসের হাতচানি। ভারতের হয়ে ২০০ তম টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দলে যে তারুণ্যের আধিক্য বেশী তাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচ শুর হওয়ার গেই বারতীয়দলের প্রতম একাদশ স্পিন লাইনআপ কী হওয়া উচিত্ তা নিয়ে মুখ খুললেন । অক্ষর পটেল ও যুজেবেন্দ্র চাহালকেই প্রথম ম্যাচে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন এই ভারতী ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে একটিও ম্যাচে সুযোগ পাননি অক্ষর পটেল। যুজবেন্দ্র চাহালও সেভাবে খেলার সুযোগ পাননি।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। সেখানেই এই দুই স্পিনারকে সুযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এই সিরিজে রবীন্দ্র জাদেজা নেই। তাঁর পরিবর্তেই অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ দিচ্থেন আকাশ চোপড়া। শেষপর্য।ন্ত কী হয়তা তো ভারতের প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যাবে।
রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসাবেই অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার
এই মরসুমে ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যা্ন্স দেখিয়েছিলেন অক্ষর পটেল। প্রতিটি ফর্ম্যাটেই দেশের হয়ে অল রাউন্ডারের ভূমিকায় সাফল্য পেয়েছেন অক্ষর পটেল। এবারের আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অক্ষর পটেল। সেই কথা মাথায়রেখেই এই তারকা ক্রিকেটারকে এই সি্রিজে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। আইপিএলের মঞ্চে যুজবেন্দ্র তচাহালও খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাননি। সেজন্য তাঁকেও খে্লানোর পরামর্শ দিচ্ছেন তিনি।
আকাশ চোপড়া জানিয়েছেন, “যে চারজন স্পিনার রয়েছে তাদের মধ্যে অক্ষর পটেলকেই এগিয়ে রাখব আমি। কারণ তিনি একজন অল রাউন্ডার। সেই কারণেই রবীন্দ্র জাদেজার যথাযথ পরিবর্ত ক্রিকেটার হতে পারবেন তিনি। সেইসঙ্গে আইপিএলের মঞ্চেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এমন স্পিনারদের কাওকেই বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই খুব একটা সহজ কাজ হবে না। আমি অবশ্য যুজবেন্দ্র চাহালের সঙ্গেই যাব। কারণ সম্প্রতি তিনি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব একটা বেশী পাননি”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষপর্যন্ত ভারতীয় দলের লাইনআপ কী হয় সেদি্কেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অক্ষর পটেল ও যুজবেন্দ্র চাহালকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার appeared first on CricTracker Bengali.