Aakash Chopra. (Photo Source: Facebook)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বার্বাডোসের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ম্যাচে শাই হোপের নেতৃত্বাধীন দলের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সিরিজ ১-১ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে যে দল জিতবে সেই দল সিরিজটি নিজেদের নামে করবে।
দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। হার্দিক পান্ডিয়া অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এই ম্যাচে অক্ষর প্যাটেল ৪ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। আকাশ চোপড়া ভারতের এই সিদ্ধান্তটি দেখে খুশি হননি। অক্ষর ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। তিনি ৮ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তার উইকেটটি নিয়েছিলেন রোমারিও শেফার্ড।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “অক্ষর প্যাটেলকে এখানে ৪ নম্বরে পাঠানো হয়েছিল – কীভাবে, কেন, কখন, কোথায়? অক্ষরের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং আমি তার অনেক প্রশংসাও করি কিন্তু অক্ষর কখনই ৪ নম্বরে খেলার মতো ব্যাটার নয়। বিশ্বকাপ বা এশিয়া কাপের দৃষ্টিকোণ থেকে ৪ নম্বরে ভারতের হয়ে তার খেলার সম্ভাবনা কী? আমার মনে হয় না সেখানে তারা অক্ষরকে ৪ নম্বরে খেলানোর কথা ভাবছেন।”
তিনি আরও বলেন, “আমার আর একটা প্রশ্ন আছে – এটা কি প্রণয়যোগ্য? রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবেন এবং বিরাট কোহলি খেলবেন ৩ নম্বরে এবং তিনজনই ডানহাতি। আপনি যদি বাম-ডান সংমিশ্রণটি এতটাই চান, তাহলে আপনি কি তাদের মধ্যে একজনকে অর্ডারে নীচে পাঠিয়ে বাম-হাতি খেলাবেন? এটি ঘটবে না – তাহলে অক্ষর প্যাটেল ৪ নম্বরে কি করছিলেন?”
দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারত
দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে ভারতের হয়ে শুধুমাত্র ইশান কিষান এবং শুভমন গিল ৩০ রানের গন্ডি পার করতে পেরেছিলেন। ইশান ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৫৫ বলে ৫৫ রান করে আউট হয়ে গিয়েছিলেন। অন্যদিকে, গিল ৪৯ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।
ভারত ১৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ৮০ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নিয়েছিল। শেষমেশ এই ওডিআই সিরিজটি কোন দল জেতে সেটাই এখন দেখার বিষয়।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.