ভাল পারফরম্যান্স দেখালেও এখনও পর্যন্ত ভারতীয় দলের নিয়মিকত সদস্যহয়েউঠতে পারেননি কুলদীপ যাদব। তবে তাঁর চেষ্টাতে কোনও খমতি নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন এই চয়নাম্যান স্পিনার। প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন এই তারকা স্পিনার। রবীন্দ্র জাদেজার পাশাপাসি প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা চায়নাম্যান স্পিনার। ৬ রান দিয়ে একই এই ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছিলোন কুলদীপ যাদব। সেই সাফল্যের পরই তাঁর মুখে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা।
গত দুই মরসুম ধঘরেই আইপিএলের মঞ্চে সাফল্যের সঙ্গে বোলিং করে চলেছেন কুলদীপ যাদব। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েসফল হয়েছেন কুলদীপ যাদব। সেি থেকেই তাঁকে ভারতীয়দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। সুযোগ পেলেও ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে উঠতে পারছেন না তিনি। যদিও কুলদীপ যাদবের চেষ্টায় খামতি নেই কোনও। আর সেই পথে এগিয়ে য়াওয়ার লক্ষ্যে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাহায্য সবসময় তিনি পাচ্ছেন তা বলতে কোনও দ্বিধা করেননি কুলদীপ যাদব।
৩ ওভারে ৬ উইকেট দিয়ে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব
ওেয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাঁকে প্রথম একাদশে সুযোগ দিয়েছিল ভারতীয়টিম ম্যানেজমেন্ট। সেখানেই অসাধারণ ফর্মে ছিলেেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচেকার্যত তাঁর সামনে মাথাতুলে দাঁড়াচেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। মাত্র ৬ রান দিয়ে একই তুলে নিয়েছেন চার উইকেট।শাই হোপ, ড্রেকস এবং ক্যারিয়ানদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের সেরার পুরষ্কারও ছিনিয়ে নিেয়েছেন এই তারকা ক্রিকেটার। সেি ম্যাচ শেষেই নিজের বোলিং স্টাইইল বদল এবং খেলার ধরণ বদলের ক্ষেত্রে কেমনভাবে বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকে কতটা সাহায্য পেয়েছেন সেই কথাই জাননিয়েছেন কুলদীপ যাদব।
এই প্রসঙ্গে কুলদীব যাদব জানিয়েছেন, “আমার এই সাফল্যের পিছনে সিনিয়র ক্রিকেটারদের অবদান রয়েছে অনেক। যে সময় আমি আমার খেলাতে বেশ কিছু পরিবক্তন এনেছিলাম, সেই সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলি আমাকে অনেক সাহায্য করেছেন। তারা সবসময়ই মার প্রতি তাদের আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন”।
গতবছরের শেষেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন কুলদীপ যাদব। সেখানে ভাল পারফরম্যান্স করার পরও কিন্তু দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পাশাপাসি ৪০ রানও করেচিলেন এই চাায়নাম্যান স্পিনার। যদিও কুলদীপ ভেঙে পড়েননি। তাঁর লড়াই যে এখনও চলছে তা বলার অপেক্ষা রাখে না।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য পাওয়ার পর কুলদীপ যাদবের মুখে বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা appeared first on CricTracker Bengali.