Skip to main content

সর্বশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে ভারতের উইকেটকিপিং বিকল্পের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ওয়াসিম জাফর

Wasim Jaffer. (Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম টেস্ট ম্যাচটিতে এক ইনিংস এবং ১৪১ রানে জয় পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষ দিন বৃষ্টির কারণে খেলা হয়নি সেই কারণে ম্যাচটি শেষমেশ ড্র হয়েছিল। তবে এই ম্যাচেও ভারতের কাছে জেতার অনেক বড় সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে ভারত এই সিরিজটি ২-০ ব্যবধানে জিততে পারেনি।

২৭শে জুলাই, বৃহস্পতিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচটি খেলতে নামবে ভারত। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট ৩টি একদিনের ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই সিরিজের জন্য ভারতীয় দলে দুইজন উইকেটরক্ষক রয়েছেন, একজন হলেন ইশান কিষান এবং অপরজন হলেন সঞ্জু স্যামসন। ইশান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজটিতে উইকেটরক্ষক হিসেবে খেলেছিলেন। সেখানে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শনও করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে উইকেটরক্ষক হিসেবে ইশান এবং সঞ্জুর মধ্যে কে খেলবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করছেন যে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসনকে দেখতে পাওয়া যাবে। শেষমেশ ইশান এবং স্যামসনের মধ্যে কে সুযোগ পান সেটাই এখন দেখার বিষয়।

ইএসপিএনক্রিকইনফোকে ওয়াসিম জাফর বলেন, “এটা তারা দুজনেই হতে পারেন (ইশান কিশান এবং সঞ্জু স্যামসন)। বিশ্বকাপের দল বাছাই না হওয়া পর্যন্ত তারা এই পরীক্ষায় মুখোমুখি হবে। সঞ্জু স্যামসনের ক্ষেত্রে আমি মনে করি যে তিনি এই সিরিজে প্রথম সুযোগ পেতে পারেন এবং যেহেতু সামনে বিশ্বকাপ রয়েছে সেহেতু এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ। কারণ ইশান কিষান শীর্ষ অর্ডারে ব্যাটিং করেন, সেখানে রোহিত শর্মা এবং শুভমন গিল খেলেন তাই ইশান কিষান এখন সুযোগ পাবেন না। যারা সেই সুযোগটি পাবে এবং যারা সেই সুযোগটি দখল করবে, আমি মনে করি তাদেরই নেওয়া হবে।”

ওডিআই ক্রিকেটে ইশান কিষান এবং সঞ্জু স্যামসন উভয়ের রেকর্ডই বেশ ভালো

ওডিআই ক্রিকেটে ইশান কিষান এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন এবং ৫১০ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪২.৫ এবং ১০৬। ওডিআইতে তিনি দ্বিশতরানও করেছিলেন।

অন্যদিকে, সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত ১১টি ওডিআই ম্যাচ খেলে ৩৩০ রান করেছেন। তিনি এই রান ৬৬ গড় এবং ১০৪.৮ স্ট্রাইক রেটের সাথে করেছেন।

The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে ভারতের উইকেটকিপিং বিকল্পের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...