Rinku Singh and Yashasvi Jaiswal. (Photo Source : BCCI/IPL)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গিয়ে্ছে। অস্ট্রেলিয়ার কাছে হেরে এবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই ওডিআইয়ের পাশাপাশি রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও। সেখানেই এবার ভারতীয় দলে সুযোগ পেতে পারেন দুই তরুণ ক্রিকেটার।
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখানো রিঙ্কু সিং এবং যশস্বী জয়সওয়ালেরই দেশের জার্সিতে অভিষেক হতে পারে এই সফরে। শুধুমাত্র এই দুজনই নন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে দেখা যেতে পারে আরও বেশ কয়েকটি চমক। এবারের আইপিএলে এই দুই ক্রিকেটারের সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সেইসঙ্গে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন মোহিত শর্মাও। এই দুই ক্রিকেটারকেও এবার দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ।
এবারের আইপিএলে নাইট রাইডার্সের ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু সিং
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফর রয়েছে ভারতীয় দলের। সেখানেই দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ম্যাচের ওডিআই সিরিজ ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এবারের আইপিএল চলাকালীনই রিঙ্কু সিং এবং যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। সবকিছু ঠিকঠাক চললে শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে এই দুই তরুণ ক্রিকেটারের। এবারের আইপিেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং।
আইপিএলের প্লেঅফে কলকাতা নািট রাইডার্স পৌঁছতে না পারলেও, নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছিলেন রিঙ্কু সিং। কলকাত নাইট রাইডার্সের বেশ কয়েকটি ম্যাচ জয়ের নেপথ্য কারিগড় ছিলেন রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে রিঙ্কু সিংয়ের পরপর পাঁচ বলে পাঁচটি ছয় হাঁকানোর সেই ছবি এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। এবারের আইপিএলে রিঙ্কু সিং করেছিলেন ৪৭৪ রান।
একইসঙ্গে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। তাদেরওজয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। রাজস্থান রয়্যালসও প্লেঅফে পৌঁছতে না পারলেও সেখানে ৬২৫ রান করেথিলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে দীর্ঘদিন পর ফের বাইশগজের লড়াইয়ে ফিরেছিলেন মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যা্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের বিচারে ফের ভারতীয় দলে ফিরতে পারেন মোহিত শর্মা।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে অভিষেক হতে পারে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালের appeared first on CricTracker Bengali.