BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ব্রায়ান লারার সঙ্গে সাক্ষাত বিরাট কোহলির

 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ব্রায়ান লারার সঙ্গে সাক্ষাত বিরাট কোহলির

#image_title

Virat Kohli & Brian Lara. ( Image Source: BCCI )

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। প্রতম ম্য়াচেই এক ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মঞ্চে নামবে ভারতীয় দল। ধারেভারে তারা যে এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত মঙ্গলবারই পোর্ট অব স্পেনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেই প্রস্তুতির ফাঁকেই ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার সঙ্গে সৌজন্য সাক্ষাত বিরাট কোহলির। যদিও দীর্ঘ আলোচনা হয়নি, তবে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন।

বরাবরই ব্রায়ান লারার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ভাল। আইপিএলের হোক কিংবা অন্য কোনও প্রতিযোগিতা, ব্রায়ান লারার মুখে বারবারই বিরাট কোহলির সঙ্গে  সম্পর্ক ভাল। এবার সেই ব্রায়ান লারার দেশেই খেলতে গিয়েছেন বিরাট কোহলিরা। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন ব্রায়ান লারা। তাঁর সঙ্গেই মাঠে বেশ খোশ মেজাজে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। যদিও তারা য়ে খুব একটা বেশী কথা বলেছেন এমনটা নয়।

পোর্ট অব স্পেনে ৫০০ ম্যাচের সামনে দাঁডিয়ে বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরী না পেলেও তাঁর হাত ধরেই যে টিম ইন্ডিয়া ৪০০ রানের গন্ডী টপকেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। পোর্ট অব স্পেনে বিরাট কোহলির সামনে রয়েছে আরও একটা রেকর্ডের হাতছানি। সেখানেই রয়েছে সচিন তেন্ডুলকরের নজির ছোঁয়ার সুযোগ।  পোর্ট অব স্পেনেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।

শেষ আড়াই বছর একেবারেই ভাল ফর্মের মধ্যে ছিলেন না বিরাট কোহলি। তাঁকে নিয়ে কতম সমালোচনাও হয়নি এবার। যদিও শেষ বঠরের এসিয়া কাপের ম়্চ থেকেই ফর্মে পিরেছিলেন বিরাট কোহলি। সেই মঞ্চেই টি টোয়েন্টিতে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন অসাধারণ ইনিংস। এছাড়া বরি্ডার গাভাসকর ট্রফিতেও বিরাট কোহলির ব্যাটে এসেছিল সেঞ্চুরীর ইনিংস। এবার পোর্ট অব স্পেনে বিরাট কোহলি খেলতে নামচেন ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে। আর  সেই সময়ের স্বাক্ষী হওয়ার অপেক্ষাতেই সকলে।

সেই ম্যাচে নামার আগে ব্রায়ান লারার সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা গেল বিরাট কোহলি। চলল নানান কথাবার্তাও। যদিও বেশীক্ষণ কথাবার্তা হয়নি তাদের। তবে এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি।

The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ব্রায়ান লারার সঙ্গে সাক্ষাত বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.

Exit mobile version