BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির সামনে ৫০০ ম্যাচের মাইলস্টোনের হাতছানি

 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির সামনে ৫০০ ম্যাচের মাইলস্টোনের হাতছানি

#image_title

Virat Kohli. ( Image Source: Gareth Copley-ICC via Getty Images )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মার সেঞ্চুরী ইনি্ংস খেলার পাশাপাশি রানের ঝলক দেখা গিয়েছিল বিরাট কোহলির ব্যাটেও।  প্রথম ম্যাচেও বিরাট কোহলি একাধিক রেকর্ড গড়েছিলেন। এবার বিরাট কোহলির সামনে নতুন এক মাইলস্টোন গড়ার হাতছানি। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার সঙ্গেই এক নতুন রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচের মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে এখন বিরাট কোহলির সামনে।

ক্যারিবিয়ান ব্রিুগেডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামের সঙ্গেই এই মাইলস্টোন গড়বেন বিরা কোহলি। এখনও পর্যন্ত আন্তর্জতিক ক্রিকেটে এই রেকর্ড মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটারেরই রয়েছে। সেই তালিকাতেই চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের নাম তুলতে চলেছেন বিরাট কোহলি। সেই ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। চতুর্থ ভারতীয় হওয়ার পাশাপাশি  বিশ্ব ক্রিকেটে ১০ নম্বর ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

এখনও পর্যন্ত ভারত থেকে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়ের। বিশ্ব ক্রিকেটে অবশ্য এই তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় দলের সমস্ত ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। তাঁর পরই দ্বিতীয় স্থানে ৬৫২টি ম্যাচ খেলে রয়েছেন মহেলা জয়বর্ধনে। বাকি দুজন ভারতীয় মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৫৩৮টি ম্যচ এবং রাহুল দ্রাবিড় খেলেছেন ৫০৯টি ম্যাচ। সেই এসিট তালিকাতেই এবার নাম  যুক্ত হতে চলেছে বিরাট কোহলির।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরী দেখার প্রত্যাশায় সকলে থাকলেও শেষপর্যন্ত তা হয়নি। ৭৬ রানেই থামতে হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে কিন্তু প্রশংসার সুরই শোনা গিয়েছে সকলের মুখে। এবার সেই বিরাট কোহলির সামনেই রয়েছেন এক নতুন মাইলস্টোন গড়ার হাতছানি। আগামী ২০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরী আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই বছরের শুরুটা বিরাট কোহলি বেশ ভালভাবেই করেছিলেন। বর্ডার গাভাসকর ট্রফিতে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীও এসেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম টেস্টেও বড় রান পেয়েছেন বিরাট কোহলি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির সামনে ৫০০ ম্যাচের মাইলস্টোনের হাতছানি appeared first on CricTracker Bengali.

Exit mobile version