Virat Kohli. (Photo Source: Twitter)
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তীদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। তাঁর ক্রিকেট দক্ষতা যেমন সকলকে আপ্লুত করে, তেমনই বিরাট কোহলির ফিটনেসও সকলের অন্যতম আকর্ষণের জাায়গা। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন বিরাট কোহলি। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেসিট সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। কতারই প্রস্তুতিতে এখন কোনওরকম খামতি রাখতে নারাজ বিরাট কোহলি। গত শনিারই বার্বাডোজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সবসময়ই নিজের ফিটনেসের দিকে বাড়তি নজর রাখেন বিরাট কোহলি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগেও চিত্রটা বদলালো না। জোরকদমে চলছে বিরাট কোহলির জিম সেশন। সেই ছবি নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যা দেখার পর থেকেই কার্যত হৈচৈ হয়ে গিয়েছে। সেইসঙ্গে বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে প্রতিটা দিনই লেগ ডে হওয়া উচিত্। দীর্ঘ ৮ বছর ধরেই এই কাজ চলছে তাঁর। আগামী দিনেও সেই একই কাজ চলবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচেও বড় রান পাননি বিরাট কোহলি
কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলিও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন সেই মঞ্চে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই নিজের পারফরম্যান্স দেখানোর জদন্য মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলি। আর সেজন্যই ফিটনেসে কোনওরকম খামতচি রাখতে নারাজ এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
Everyday should be a leg day 🦵. 8 years and counting. 🙌 pic.twitter.com/MgQK7LZHzI
— Virat Kohli (@imVkohli) July 8, 2023
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। প্রায় তিন বছর খারাপ ফর্ম চললেও, গতবারের এসিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। সেখানেই টি টোয়েন্টির মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। দেশের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরীও পেয়েছিলেন বিরাট কোহলি। এই বছরের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্ দেখিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও তিনি নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন।
অস্ট্রেেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরীও দেখা গিয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামার পালা। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখার ব্যপারে আশাবাদী বিরাট কোহলি।
The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.