David Beckham ( Image Source: Twitter )
আর মাত্র একদিনের অপেক্ষা। এরপরই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারত ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চ়়তে শুরু করেছে। সেই ম্যাচের গ্যালারীতেই এবার দেখা যেতে চলেছে প্রাক্তন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউ জিল্যান্ড সেমিপাইনাল ম্যাচ দেখতে গ্যালারীতে উপস্থিত থাকবেন এই তারকা ক্রিকেটার। আর এই খবর যে সেই ম্যাচের উন্মাজনা আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
উইনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর ডেভিড বেকহ্যাম। সেই ভূমিকা পালন করতেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এই প্রাক্তন তারকা ফুটবলারকে। গোটা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। মুম্বইও তার অন্যথা নয়। এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচে গ্যালারীতে দেখা যেতে চলেছে সেই ডেভিড বেকহ্যামকে।আর এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ ঘিরে উত্তোজনার পারদ আরও চড়তে শুরু করেছে। এই ম্যাচ জিততে পারলেই ভারতের সামনেও রয়েছে প্রতিশোধের সুযোগ।
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে উপস্থিত থাকবেন ডেভিড বেকহ্যাম
এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। গতবার এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই সেমিপাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই প্রতিশোধই এবার নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ছক এখন থেকেই কষতে শুরু করে দিয়েছে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক। যদিও শেষপর্যন্ত তী হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সোমবারই মুম্বইয়ে পৌঁছে ভারতীয় দলের ক্রিকেটাররা। এদিন অবস্য আর প্রস্তুতিতে নামেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। সরাসরি টিম হোটেলেই পৌঁছে গিয়েছেন সকলে।
শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল সহ বাকি ক্রিকেটাররা। সেমিফাইনালের মঞ্চেও যে সেই পারফরম্যান্সটাই ধরে রাখতে চাইবেন তারা তা বলার অপেক্ষা্ রাখে না। নিউ জিল্যান্ড বদধের লক্ষ্যে মঙ্গলবারই চূড়ান্ত প্রস্তুতি সারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে একটিও ম্যাচে হারেনি ভারতীয় দল। আত্মবিশ্বাস যে বিরাট কোহলিদের তুঙ্গে রয়েছে তা বেশ স্পষ্ট। সেই ধারাই এবারও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নিউ জিল্যান্ডও ভারতীয় দলের সামনে কঠিন সড়াই ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। রাচিন রবীন্দ্রদের আটকাতে এখন থেকেই ছক কষা শুরু হয়ে গিয়েছে ভারতীয় শিবিরের অন্দরে।
The post ওয়াংখেড়েতে ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচে উপস্থিত থাকবেন ডেভিড বেকহ্যাম appeared first on CricTracker Bengali.