Harbhajan Singh. (Photo Source: Twitter)
বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানে অবশ্য টস জিতে প্রথনে বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন রোহিত শর্মা। শুরুটা মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের হাত দিয়ে ভালভাবে হলেও, শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অন্তত প্রথম দিনের শেষে ইঙ্গিতটা তো তেমনই। প্রথম দিন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেডের ২৫১ রানের পার্টনারসিপে ভর করে দুরন্ত কামব্যাক করেছে অস্ট্রেলিয়া। মাত্র তিন উইকেটই প্রথম দিন তুলতে পেরেছিল ভারতীয় দল।
যদিও এমন পরিস্থিতিতে ভারতীয় দলের জন্য একেবারে আশার আলো নেই বলে মনে করছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে এবারের এই পিচে ভারতীয় ব্যাটাররাও ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করবেন। তাঁর মতে এই মুহূর্তে ইংল্যান্ডের ওভালের পিচই হবল সবচেয়ে ভাল ব্যাটিং উইকেট। সেখানে অস্ট্রেলি্য়ান ব্যাটাররা যেমন সাফল্য পেয়েছেন। তেমনই ভারতীয় ব্যাটাররাও এখানে সাফল্য পাবেন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিং নিয়েছেন রোহিত শর্মা
টস জিতে এই ম্যাচে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই শুরুতেই মহম্মদ সিরাজের কাছে ব্যর্থ হয়ে সাজঘরে ফি্রে গিয়েছিলেন উসমান খোয়াজা। শার্দূল ঠাকুরদের সামনে ব্যর্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েচি্লেন ডেবিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানেকেও। কিন্তু সেই পররিস্থিতি থেকেই অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। তাদের হাত ধরেই ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই ভারতীয় দলের ব্যাটারদের নিয়েও আশার আলো দেখতে পাচ্ছেন হরভজন সিং। তাঁর মতে ভারতীয় দলও এখানে ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাবে।
এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “এই মুহূর্তে ইংল্যান্ডে ব্যাটিংয়ের জন্য সেরা পিল হল ওভালে। খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে ক্রমশই সেই জায়গা আরও বেশী ব্যাটিং উপযোগী হয়ে উঠবে। আআমার মনে হয় না এই পিচে ভারতীয় ব্যাটারদেরও ব্যাটিং করতে খুব একটা অসুবিধা হবে । এই মুহূর্তে শুভমন গিল এবং বিরাট কোহলি ভাল ফর্মে রয়েছেন। সেইসঙ্গে এখানকার আবহাওয়াো খুব ভাল রয়েছে এবং আকাশে মেঘও তেমন নেই”।
অস্ট্রেলিয়ার দুই ব্যাটরই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। যদিও ভারতীয় দলের ব্যাটিং এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেখানেই বিরাট কোহলি ও শুভমন গিের ওপর যে বরসা খানিকটা হলেও বেশী রয়েছে ভারতীয় শিবিরের তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হবে সেটাই এখন দেখার।
The post ওভালের পিচে ভারতীয় ব্যাটারদের নিয়ে আশাবাদী হরভজন সিং appeared first on CricTracker Bengali.