ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর চার সেমিফাইনালিস্ট শেষমেশ নিশ্চিত হয়ে গেল। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।
ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের জায়গা নিশ্চিত করার পর বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ স্থানটি অধিকার করার লড়াই চলছিল। ১১ই নভেম্বর, শনিবার, জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে পাকিস্তানের সামনে ৩৩৮ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানকে এই রান মাত্র ৬.৪ ওভারের মধ্যে তাড়া করতে হত। কোনো অঘটন ছাড়া এই কাজটি করা কোনোদিনই সম্ভব নয়। পাকিস্তান এই কাজটি করতে না পারার পাশাপাশি ম্যাচটিও জিততে পারেনি। তাই কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের জায়গা প্ৰথম চারে নিশ্চিত হয়ে যায়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর রাউন্ড রবিন পর্বে ভারতীয় দলের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ১২ই নভেম্বর, রবিবার, স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে হেরে গেলেও পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানেই শেষ করবে ভারত। এই মুহূর্তে ভারতের পয়েন্ট সংখ্যা এবং নেট রান রেট হল যথাক্রমে ১৬ এবং +২.৪৫৬। অন্যদিকে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। তারা ৯টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তাদের নেট রান রেট হল +১.২৬১। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তারাও ৯টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তবে তাদের নেট রান রেট দক্ষিণ আফ্রিকার চেয়ে কম। বাংলাদেশকে হারানোর পর তাদের নেট রান রেট +০.৮৪১-এ গিয়ে দাঁড়িয়েছে। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট সংখ্যা এবং নেট রান রেট হল যথাক্রমে ১০ এবং +০.৭৪৩।
রাউন্ড রবিন পর্বে নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছিল ভারত
১৫ই নভেম্বর, বুধবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্ৰথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। উল্লেখযোগ্যভাবে, রাউন্ড রবিন পর্বে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
এরপর, ১৬ই নভেম্বর, বৃহস্পতিবার, দ্বিতীয় সেমিফাইনালে, কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্যভাবে, রাউন্ড রবিন পর্বে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, সেমিফাইনাল: মুম্বাইতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড, কলকাতায় অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা appeared first on CricTracker Bengali.