BJ Sports – Cricket Prediction, Live Score

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৫, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

#image_title

South Africa and Netherlands. (Photo Source: X/Twitter)

প্রিভিউ

১৬ই অক্টোবর, মঙ্গলবার, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৫ তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা তাদের প্ৰথম দুই ম্যাচের পারফরম্যান্সের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিয়েছে যে তারা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার অন্যতম দাবিদার। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানে জয় দিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তারা তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখতে সক্ষম হয়েছিল। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারিয়ে তারা তাদের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি নেদারল্যান্ডস। তারা তাদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছিল। এরপর নিউজিল্যান্ডের কাছে তাদের ৯৯ রানে হার মানতে হয়েছিল। আসন্ন ম্যাচটিতে নিজেদের প্ৰথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

নেদারল্যান্ডস

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোওলফ ফান ডার মারউই, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

এডেন মার্করাম – তিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যথাক্রমে ৫৪ বলে ১০৬ রান এবং ৪৪ বলে ৫৬ রান করেছিলেন।

ম্যাক্স ও’ডাউড – তিনি এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ভালো ফর্ম দেখাতে পারেননি। আসন্ন ম্যাচটিতে অব্যশই ভালো রান করার চেষ্টা করবেন এই ওপেনিং ব্যাটার।

অলরাউন্ডার

মার্কো জ্যানসেন – তিনি ২টি ম্যাচ মিলিয়ে মোট ৪টি উইকেট নিয়েছেন এবং ৩৮ রান করতে সক্ষম হয়েছেন।

বাস ডি লিড – তিনি ২টি ম্যাচ খেলে মোট ৮৫ রান করেছেন এবং ৫টি উইকেট শিকার করেছেন।

বোলার

কাগিসো রাবাডা – তিনি এখন দারুণ ফর্মে রয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছিলেন।

আরিয়ান দত্ত – তিনি খুবই প্রতিভাবান একজন বোলার। তিনি ২টি ম্যাচ মিলিয়ে ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।

উইকেটরক্ষক

কুইন্টন ডি কক – তিনি এখন অসাধারণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া উভয়ের বিরুদ্ধেই শতরান করেছিলেন। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ৩০ বছর বয়সী ব্যাটার যথাক্রমে ৮৪ বলে ১০০ রান এবং ১০৬ বলে ১০৯ রান করতে সক্ষম হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কুইন্টন ডি কক (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, রাসি ফান ডার ডুসেন, বাস ডি লিড, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা (সহ-অধিনায়ক), আরিয়ান দত্ত, লুঙ্গি এনগিডি।

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৫, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

Exit mobile version