Skip to main content

সর্বশেষ সংবাদ

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৫, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

South Africa and Netherlands. (Photo Source: X/Twitter)

প্রিভিউ

১৬ই অক্টোবর, মঙ্গলবার, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৫ তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা তাদের প্ৰথম দুই ম্যাচের পারফরম্যান্সের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিয়েছে যে তারা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার অন্যতম দাবিদার। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানে জয় দিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তারা তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখতে সক্ষম হয়েছিল। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারিয়ে তারা তাদের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি নেদারল্যান্ডস। তারা তাদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছিল। এরপর নিউজিল্যান্ডের কাছে তাদের ৯৯ রানে হার মানতে হয়েছিল। আসন্ন ম্যাচটিতে নিজেদের প্ৰথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

নেদারল্যান্ডস

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোওলফ ফান ডার মারউই, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

এডেন মার্করাম – তিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যথাক্রমে ৫৪ বলে ১০৬ রান এবং ৪৪ বলে ৫৬ রান করেছিলেন।

ম্যাক্স ও’ডাউড – তিনি এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ভালো ফর্ম দেখাতে পারেননি। আসন্ন ম্যাচটিতে অব্যশই ভালো রান করার চেষ্টা করবেন এই ওপেনিং ব্যাটার।

অলরাউন্ডার

মার্কো জ্যানসেন – তিনি ২টি ম্যাচ মিলিয়ে মোট ৪টি উইকেট নিয়েছেন এবং ৩৮ রান করতে সক্ষম হয়েছেন।

বাস ডি লিড – তিনি ২টি ম্যাচ খেলে মোট ৮৫ রান করেছেন এবং ৫টি উইকেট শিকার করেছেন।

বোলার

কাগিসো রাবাডা – তিনি এখন দারুণ ফর্মে রয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছিলেন।

আরিয়ান দত্ত – তিনি খুবই প্রতিভাবান একজন বোলার। তিনি ২টি ম্যাচ মিলিয়ে ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।

উইকেটরক্ষক

কুইন্টন ডি কক – তিনি এখন অসাধারণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া উভয়ের বিরুদ্ধেই শতরান করেছিলেন। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ৩০ বছর বয়সী ব্যাটার যথাক্রমে ৮৪ বলে ১০০ রান এবং ১০৬ বলে ১০৯ রান করতে সক্ষম হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কুইন্টন ডি কক (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, রাসি ফান ডার ডুসেন, বাস ডি লিড, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা (সহ-অধিনায়ক), আরিয়ান দত্ত, লুঙ্গি এনগিডি।

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৫, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...