KL Rahul. ( Photo SOurce: R.SATISH BABU/AFP via Getty Images )
বিশ্বকাপের মঞ্চে এবার দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতী. ক্রিকেটার হিসাবে দ্রুততম সেঞ্চুরী করলেন লোকেশ রাহুল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের সহ্গে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গেই ৬২ বলে সেঞ্চুরী ইনিং, খেলে রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে শ্রেয়স আইয়ারকে নিয়ে প্রশংসার সুর। বিশ্বকাপের ম়্চে নিজেও এমন পারফরম্যান্স করে আপ্লুত লোকেশ রাহুল। এই পারফরম্যান্স তাঁকে আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন তিনি।
এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু শেষেক দিকে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সই সকলকে কার্যত চমকে দিয়েছিল। এদিন বিরাট কোহলি আউট হওয়ার পরই মাঠে এসেছিলেন লোকেশ রাহুল। সেই সময় ভারতীয় দলের রান ছিল ২০০। সেই জায়গা থেকেই শ্রেয়স আইয়ারের সঙ্গে এক অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। তাদের দুজনের হাত ধরেই যে কার্যত ভারতীয় দল এদিন ৪০০ রানের গন্ডীতে পৌঁছেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন ৫৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল
সেইসঙ্গে শুরু থেকেই ছিলেনব আত্কমণাত্মক মেজাজে। তাঁর হাত থেকেও এদিন মাঠে ছিল একের পর এক বড় শট। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে চার ও চয়ের বন্যা বইয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর গোটা ইনংস জুড়ে রয়েছে ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গেই চলতি বিশ্বকাপে কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরী তুলে নিলেন লোকেশ রাহুল। এমন পারফরম্যান্স করতে পেরে আপ্লুত হয়েছেন তিনি। বিশ্বকাপের ম়্চে আগামী ম্যাচ গুলোতে এই পারফরম্যান্সই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন তিনি।
লোকেশ রাহুল জানিয়েছেন, “সকলকে অনেক ধন্যবাদ। সত্যিই শেষ কয়েকটি ম্যাচে মিডল ওভারে সেভাবে সময় পায়নি আমি। এদিন আমি সেটা পেয়েছি এবং আমি নিজের পারফরম্যান্স নিয়ে অত্যন্ত খুশি। ম্যাচের মিডল ওভারে কিছুটা সময় যেমন পেয়েছি তেমনই বলের ব্যাটেও ভাল বল পেয়েছি আমি। এতজন লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে মিডল অর্ডারে আলতে পেরে ভাল াগছে এবং সেখানে সোজাসুজি ছয়ও মারতে পেরেছি”।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভা ফর্মেই রান করে চলেছেন লোকেশ রাহুল। সেই ধারা শেষ ম্যাচেও ধরে রাখলেন তিনি। সেমিফাইনালের আগে লোকেশ রাহুলের এই পারফরম্যান্স যে সকলকে মুগ্ধ করছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরীর মালিক লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.