Pakistan Cricket Board. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেই নিয়ে জল্পনা দিনের পর দিন বেড়েই চলেছে। ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। ৬ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের প্ৰথম ম্যাচ খেলার কথা রয়েছে। ১৫ই অক্টোবর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু তারা বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
১০ই জুলাই, সোমবার, পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলেছিলেন যে সেপ্টেম্বর মাসে ভারত যদি পাকিস্তানে এসে আসন্ন এশিয়া কাপে না খেলে তাহলে পাকিস্তানও ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাবে না। এছাড়াও তিনি বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলির কেন্দ্র যাতে নিরপেক্ষ হয় সেই ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করবেন।
আইসিসির সঙ্গে আলোচনা করার জন্য ইতিমধ্যেই ডারবানে পৌঁছে গিয়েছেন জাকা আশরাফ। পাকিস্তান আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাবে কিনা সেই ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করবেন আশরাফ। সেখানে তিনি পাকিস্তানের দাবিগুলির ব্যাপারে তাদের জানাবেন।
এহসান মাজারি বলেন, “আইসিসি কর্তাদের সামনে আমাদের দাবি পেশ করবেন আশরফ। তিনি জানতে চাইবেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো কেন নিরপেক্ষ কেন্দ্রে দেওয়া যাবে না?”
এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারতীয় দল এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাবে না। এরপর পাকিস্তান হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলি আয়োজন করার কথা বলেছিল। তারা চেয়েছিল যে এশিয়া কাপ পাকিস্তানেই অনুষ্ঠিত হোক তবে ভারত তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলুক। কিন্তু তাদের এই প্রস্তাব বেশিদিন স্থায়ী হয়নি। জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর তারা তাদের মতামত পাল্টে নেয়।
একটি বিশেষ কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার
পাকিস্তানের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতে যাওয়া ঠিক হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। এহসান মাজারি এই কমিটিতে রয়েছেন। শেষমেশ এই কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।
এহসান মাজারি বলেন, “ভারতের যদি এখানে আসতে নিরাপত্তাজনিত সমস্যা থাকে, তা হলে পাকিস্তানেরও ভারতে যেতে একই সমস্যা হতে পারে।”
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিরপেক্ষ কেন্দ্রে নিজেদের ম্যাচগুলি খেলতে চায় পাকিস্তান appeared first on CricTracker Bengali.