ICC ODI World Cup. (Photo Source: ICC/instagram)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতে অনুষ্ঠিত হবে। ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওডিআই বিশ্বকাপের ট্রফিটি লঞ্চ করে দিয়েছে। মাটি থেকে ১২০ হাজার ফুট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফিটিকে লঞ্চ করেছে আইসিসি। একটি স্ট্রাটোস্ফিয়ারিক বেলুনের মাধ্যমে ট্রফিটিকে এই উচ্চতায় পাঠিয়েছিল আইসিসি। ট্রফিটি পৃথিবীর বায়ুমণ্ডলের ৯৯.৫ শতাংশেরও বেশি পথ অতিক্রম করেছিল। সর্বোচ্চ উচ্চতায় বেলুনটির তাপমাত্রা ছিল -৬৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ট্রফিটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে পৌঁছয়।
ওডিআই বিশ্বকাপের ট্রফিটি ৫টি মহাদেশের ১৮টি দেশের উপর দিয়ে ভ্রমণ করবে। বিশ্বকাপের ট্রফি এর আগে কখনও এর থেকে বেশি পথ ভ্রমণ করেনি। ২৭শে জুন, মঙ্গলবার থেকে ট্রফিটি ভ্রমণ করা শুরু করবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ১ মিলিয়ন ক্রিকেট ভক্তদের কাছে পৌঁছনোই হল এই ট্রফি সফরের লক্ষ্য।
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস, “আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ট্রফির সফরটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। সবথেকে সেরা বিশ্বকাপটি এইবারে হতে চলেছে। এই ট্রফিটি বেশ কয়েকটি রাজধানীতে ভ্রমণ করবে, সমাজের উন্নতির জন্য বেশ কয়েকটি ভালো উদ্যোগ নেবে এবং বিশ্বের সবথেকে আইকনিক ল্যান্ডমার্কগুলি পরিদর্শন করার পাশাপাশি ক্রিকেটের উন্নতিতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “ক্রিকেটের এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে এবং আমরা যতজন সম্ভব ততজন মানুষকে এই বিখ্যাত ট্রফিটির কাছাকাছি যাওয়ার সুযোগ দিতে চাই যা আমাদের খেলার সেরা কিংবদন্তিরা হাতে নিয়েছিল।”
“ক্রিকেট ভারতকে একত্রিত করে” – জয় শাহ
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ বলেন, “ক্রিকেট ভারতকে একত্রিত করে এবং এটি সারা দেশে উত্তেজনা তৈরি করছে কারণ আমরা ছয় সপ্তাহ ধরে বিশ্বের সেরা ১০টি ক্রিকেট দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করার জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষা করছি, ট্রফির সফরটি বিভিন্ন জায়গার ক্রিকেট ভক্তদের এই ইভেন্টের অংশ হওয়ার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে দিয়েছে। ট্রফিটি ভারত ব্যাপকভাবে ভ্রমণ করবে এবং ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ দর্শনের উত্তেজনা ভাগ করে নেওয়ার পাশাপাশি সম্প্রদায়কে অনুপ্রাণিত করার চেষ্টা করবে, এছাড়াও দেশের আইকনিক কেন্দ্র, শহর এবং ল্যান্ডমার্কগুলিকে দেখার সুযোগ করে দেবে।”
An out-of-this-world moment for the cricketing world as the #CWC23 trophy unveiled in space. Marks a milestone of being one of the first official sporting trophies to be sent to space. Indeed a galactic start for the ICC Men’s Cricket World Cup Trophy Tour in India. @BCCI @ICC… pic.twitter.com/wNZU6ByRI5
— Jay Shah (@JayShah) June 26, 2023
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফির সফরের সময়সূচি
৭-৯ আগস্ট: বাংলাদেশ
১০ – ১১ আগস্ট: কুয়েত
১১ – ১৩ আগস্ট: বাহরাইন
১৪ – ১৫ আগস্ট: ভারত
১৬-১৮ আগস্ট: ইতালি
১৯ – ২০ আগস্ট: ফ্রান্স
২১ – ২৪ আগস্ট: ইংল্যান্ড
২৫ – ২৬ আগস্ট: মালয়েশিয়া
২৭ – ২৮ আগস্ট: উগান্ডা
২৯ – ৩০ আগস্ট: নাইজেরিয়া
৩১ আগস্ট – ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা
৪ সেপ্টেম্বর থেকে: ভারত
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি যাত্রা করল স্ট্রাটোস্ফিয়ারে appeared first on CricTracker Bengali.