ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দল নির্বাচন করা নিয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা। ৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার, আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত।
রোহিত শর্মা ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পাননি। কিন্তু আসন্ন বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে ভারত। রোহিত তার তৃতীয় ওডিআই বিশ্বকাপ খেলতে চলেছেন। তিনি বলেছেন যে ওডিআই ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্টের জন্য নিজেদের সেরা ১৫ জন খেলোয়াড়কে বেছে নিয়েছে।
সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার মতো খেলোয়াড়রা দলে জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে, উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ইশান কিষান এবং কেএল রাহুলকে দলে রেখেছে ভারত।
একটি সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, “কোনও চমক নেই এবং আপনি মাত্র ১৫ জনকেই পেতে পারেন। কিছু ছেলেরা হতাশ হবে। আমি এটির মধ্য দিয়ে গিয়েছিলাম এবং আমি জানি এরকম পরিস্থিতিতে কেমন লাগে। আমাদের কাছে ভালো অলরাউন্ড বিকল্প রয়েছে এবং এটিই হল সেরা ১৫ যা আমরা পেতে পারতাম।”
“আপনাকে দলের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে” – রোহিত শর্মা
২০১৯ সালে রোহিত শর্মা একটি বিশ্বকাপে সবথেকে বেশি রান করার রেকর্ড করেছিলেন। তবে সেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত। তবে এইবারের বিশ্বকাপে অবশ্যই ট্রফি জিততে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। রোহিত বলেছেন যে ভারত এখনও নিজেদের সঠিক সংমিশ্রণ খুঁজে পায়নি।
রোহিত শর্মা বলেন, “আমি এখনও পরিকল্পনা নিয়ে ভাবিনি। প্রচুর পরিমাণে সমস্যা থাকা একটি ভালো সমস্যা। দেখতে হবে কে ফর্মে আছে আর কে আমাদের প্রতিপক্ষ। আমাদের দেখতে হবে সেরা সম্ভাব্য সমন্বয় কি হতে পারে। কেউ যদি মিস করে, তাহলে সেটা দলের কথা ভেবেই করা হবে। এটা ঘটতে থাকে। আপনাকে দলের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে।”
৮ই অক্টোবর ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। তাদের প্ৰথম ম্যাচের প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া। সুতরাং, প্ৰথম ম্যাচেই একটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে ভারত। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এই মুহূর্তে ভারত এশিয়া কাপ খেলতে ব্যস্ত। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে গেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণার পর নিজের বক্তব্য জানালেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.