ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে। এইবারের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ হল ভারত। যে ১০টি দেশ ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের কত তারিখের মধ্যে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করতে হবে তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ৫ই সেপ্টেম্বর হল ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করার শেষ তারিখ। তবে দেশগুলি চাইলে এই দলে পরিবর্তন করতে পারবে। কোনো খেলোয়াড় যদি হঠাৎ করে চোট পান অথবা যদি নির্বাচকরা দলে কোনো খেলোয়াড়কে যোগ করতে চান তাহলে তারা সেটা করতে পারবেন। তবে কোনোভাবেই ১৫ জনের বেশি খেলোয়াড় এই দলে রাখা যাবে না। তাই নির্বাচকদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
২৭শে সেপ্টেম্বরের পর আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য দলে আর কোনও পরিবর্তন করা যাবে না। এইদিনের মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তবে একটি ক্ষেত্রে চূড়ান্ত দলে পরিবর্তন করা যাবে। যদি কোনো খেলোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তাহলে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে নেওয়া যাবে। তবে সেটা কোনো দল নিজে থেকে করতে পারবে না। যদি আইসিসি অনুমতি দেয় তাহলেই এই পরিবর্তন সম্ভব হবে।
২৭শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারত এবং অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল কেমন হবে তা এই সিরিজের উপর অনেকটাই নির্ভর করছে। ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলের খেলোয়াড়দের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ইতিমধ্যেই ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া
ওডিআই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৮ জনের প্রাথমিক দলে জায়গা পাননি মার্নাস ল্যাবুশেন। একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারার জন্যই এই দলে জায়গা করে নিতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি এই ব্যাপারে মুখ খুলেছেন।
জর্জ বেইলি বলেন, “আমরা জানি যে মার্নাস তার সেরাটা খেললে ওডিআই দলে জায়গা ধরে রাখতে পারবেন, আমরা তাকে যে ভূমিকাটি দিয়েছিলাম তাতে তিনি ধারাবাহিকভাবে রান করতে পারেননি। আমরা সবাই জানি যে মার্নাস একজন অসাধারণ খেলোয়াড়; তিনি অস্ট্রেলিয়া ‘এ’-এর কিছু ম্যাচের অংশ হতে চলেছেন যাতে তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারেন।”
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য দল ঘোষণা করার শেষ তারিখ জানিয়ে দিল আইসিসি appeared first on CricTracker Bengali.