Skip to main content

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

 ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর পাঁচ মাসও বাকি নেই। এইবারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিশ্বকাপের জন্য ১৫টি কেন্দ্রের নাম ঘোষণা করেছে।

২০১১ সালের পর এই প্রথমবার ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশ্বকাপ নিয়ে একটি সমস্যার সমাধান এখনও হয়নি। এই বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারত কোনোভাবেই পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না সেকথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত করার অধিকার হারাতে চায় না।

ওডিআই বিশ্বকাপ ২০২৩ ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্বকাপের ম্যাচগুলি যে কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে সেগুলি হল – আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, কলকাতা, লখনউ, নাগপুর, পুনে, রাজকোট, মুম্বাই এবং ত্রিভান্দ্রাম।

ইএসপিএনক্রিকইনফো দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বিবৃতি দিয়েছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালের সময় প্রকাশ করা হবে। ৭ই জুন থেকে লন্ডনের ওভালে ডাব্লিউটিসির ফাইনাল খেলা হবে। ফাইনাল ম্যাচে গতবারের রানার্স-আপ ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। যেহেতু বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, বিসিসিআইকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে খুব তাড়াতাড়ি সময়সূচি জমা দিতে হবে।

ওডিআই বিশ্বকাপে ফেভারিটদের মধ্যে থাকবে ভারতীয় দল

২০১১ সালে যখন ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেটি জিতেছিল ভারত। এরপর ২০১৫ সাল এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারত সেমিফাইনাল পর্যন্ত উঠতে সক্ষম হয়েছিল। ২০১৫ সালে নিউ জিল্যান্ডের কাছে এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল ভারতকে।

তবে এইবার আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবে ভারতীয় দল। শেষ তিনটি ওডিআই বিশ্বকাপ তারাই জিতেছে যারা এটি অনুষ্ঠিত করেছিল। ভারতীয় দল খুবই শক্তিশালী এবং যদি চোট পাওয়া খেলোয়াড়রা বিশ্বকাপের আগে ফিট হয়ে যান তবে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। ১২ বছর পর ভারত আবার ওডিআই বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...