ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর পাঁচ মাসও বাকি নেই। এইবারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিশ্বকাপের জন্য ১৫টি কেন্দ্রের নাম ঘোষণা করেছে।
২০১১ সালের পর এই প্রথমবার ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশ্বকাপ নিয়ে একটি সমস্যার সমাধান এখনও হয়নি। এই বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারত কোনোভাবেই পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না সেকথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত করার অধিকার হারাতে চায় না।
ওডিআই বিশ্বকাপ ২০২৩ ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্বকাপের ম্যাচগুলি যে কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে সেগুলি হল – আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, কলকাতা, লখনউ, নাগপুর, পুনে, রাজকোট, মুম্বাই এবং ত্রিভান্দ্রাম।
ইএসপিএনক্রিকইনফো দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বিবৃতি দিয়েছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনালের সময় প্রকাশ করা হবে। ৭ই জুন থেকে লন্ডনের ওভালে ডাব্লিউটিসির ফাইনাল খেলা হবে। ফাইনাল ম্যাচে গতবারের রানার্স-আপ ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। যেহেতু বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি, বিসিসিআইকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে খুব তাড়াতাড়ি সময়সূচি জমা দিতে হবে।
ওডিআই বিশ্বকাপে ফেভারিটদের মধ্যে থাকবে ভারতীয় দল
২০১১ সালে যখন ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেটি জিতেছিল ভারত। এরপর ২০১৫ সাল এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারত সেমিফাইনাল পর্যন্ত উঠতে সক্ষম হয়েছিল। ২০১৫ সালে নিউ জিল্যান্ডের কাছে এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল ভারতকে।
তবে এইবার আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবে ভারতীয় দল। শেষ তিনটি ওডিআই বিশ্বকাপ তারাই জিতেছে যারা এটি অনুষ্ঠিত করেছিল। ভারতীয় দল খুবই শক্তিশালী এবং যদি চোট পাওয়া খেলোয়াড়রা বিশ্বকাপের আগে ফিট হয়ে যান তবে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। ১২ বছর পর ভারত আবার ওডিআই বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫টি কেন্দ্র বাছাই করল বিসিসিআই appeared first on CricTracker Bengali.