বিশ্বকাপের মঞ্চেই এক নতুন রেকর্ডের মালিক হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই িবশ্বকাপের মঞ্চে স১০০০ রানের মাইলস্টোন তৈরি করেছেন মুশফিকুর রহিম। আর সেই রেকর্ডেই আপ্লুত সকলে। তাঁর আগে এই রেকর্ড একমাত্র বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসানেরই ছিল। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছে বাংলাদেশ। সেখানেই এই তারকা ক্রিকেটারের মুকুটে ঠল নতুন পালক। যদিও সেই রেকর্ড গড়ার মঞ্চে ভারতের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থই হয়েছেন মুশফিকুর রহিম।
বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব অল হাসান। তাঁর হাত ধরে বহু ্মযাচে সাফল্য পেয়োছেব বাংলাদেশ। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেখানে নামার আগেই ছিটকে গিয়েছিল সাকিব অল হাসান। দলের অন্যতম প্রধান সদস্য হিসাবে মুশফিকিুর রহিমের ওপরই যে বাড়তি দায়িত্ব ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই দেশের জার্সিতে কার্যত ইতিহাস তৈরি করলেন তিনি। যদিও বড় রান করতে পারেননি মুশফিকুর রহিম।
ভারতের বিরুদ্ধে ৩৮ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম
সাকিব অল হাসানের পর দ্বিতীয় বাংলাদশী ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১০০০ রানের মালিক হয়েছেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে মুশফিকুর রহিমকে থামতে হয়েছে এদিন ৩৮ রানেই। ভারতের বিরুদ্ধে্ একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে মুশফিকুর রহিমের রান রয়েছে ১০২৮ রান। সেখানেই তিনি খেলেছেন ৩৩টি ইনিংস। তবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে এই তারকা ক্রিকেটারের গড় রয়েছে ৪১.১২। সেইসঙ্গে ৮টি অর্ধশতরান রয়েছে মুশফিকুরের।
যদিও রানের নীরিখে এখনও পর্যন্ত সাকিব অল হাসানের থেকে পিছিয়েই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে এই বিশ্বকাপের মঞ্চে সাকিব অল হাসানকে টপকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে মুশফিকুর রহিমের কাছে। শেষপর্যন্ত তিনি তা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এদিন অবশ্য ভারতের বিরুদ্ধে ৩৮ রানেই থামতে হয়েছে মুশফিকুর রহিমকে। সেখানবে তাঁর ৩৮ রানের ইনিংস জুড়ে রয়েছে ওকটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি। তবে সাকিব অল হাসানের সঙ্গে এলিট তালিকায় নাম তুলে ফেলেছেন এই তারকা বাংলাদেশী ক্রিকেটার।
The post ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১০০০ রান সম্পূর্ণ করে নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম appeared first on CricTracker Bengali.