Trent Boult. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
এই বছরই ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপ। হাতে এখনও চার মাস সময় রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো বিশ্বকাপ শেষ হওয়ার পরই বোঝা যাবে। কিন্তু এখন থেকেি দল গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। সেই প্রতিযোগি্তায় পিছিয়ে নেই নিউ জিল্যান্ডও। ওডিাই বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের শিবিরে ট্রেন্ট বোল্ট যে অন্যতম সেরা অস্ত্র হয়ে ুঠতে পার তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখেই ট্রেন্ট বোল্টের সঙ্গে কতাবার্তা শুরু করে দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিগব্যাশ লিগ খেলার জন্যই গতবার নিউ জিল্যান্ড ক্রিকেটের বোর্ডের বার্ষিক চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন কিউই শিবিরের অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্ট। এরপর থেকেই আর ননিউ জিল্যান্ড শিবিরে দেখা যায়নি তাঁকে। এই বছরই রয়েছে বিস্বকাপের আসর। সেকানে টিম সাউদিরা থাকলেও, ট্রেন্ট বোল্ট যে নিউ জিল্যান্ড বোলিং লাইনআপের প্রধান শক্তি হয়ে ুঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
গতবছর নিউ জিল্যান্ডের বার্ষিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট
সেই কথা মাথায় রেখেই এূার ট্রেন্ট বোল্টকে ফের নিউ জিল্যান্ড শিবিরে ফেরানোর পথে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে এই বিশ্বকাপের মঞ্চেই ফের নিউ জিল্যান্ডের জার্সিতে দেখা যেতে চলেছে স্পীডস্টার ট্রেন্ট বোল্টকে। নিউ জিল্যান্ড কোচ গ্যারী সিডের কথার ইঙ্গিত তো অন্তত তেমনই। দেশের জার্সিতে ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে ইতিমধ্যেই ১৮৭টি উইকেট তুলে নিয়েছেন ট্রপেন্ট বোল্ট। সেইসঙ্গে টি টোয়েন্টির ফর্ম্যাটে দেশের হয়ে পেয়েছেন ৭৪টি উইকেট। মাচ্মর ২০টি ম্যাচ খেলেই েই সাফল্য পেয়েছেন ট্রেন্ট বোল্ট।
তাঁর দলে ফেরার প্রসঙ্গে নিউ জিল্যান্ডের কোচট গ্যারী স্টিড জানিয়েছেন, “ট্রেন্ট বোল্টের সঙ্গে আমাদেরপ যথেষ্ট ইতিবাচক কথাবার্তা হয়েছে। সেখানেই বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। আমার দিক থেকে তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওডিআই পেসার। আমার মতে আমাদের দলে তাঁর ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে এখন”।
সাদা বলের ফর্ম্যাটের সঙ্গে এবার দেশের হয়ে টেস্ট ফর্ম্যাটেও ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট। নিউ জিল্যান্ডের হয়ে টেস্টের মঞ্চে ৩১৭ টি উইকেট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেি তারকা ক্রিকেটারকে টেস্টে দলেও ফেরানোর জন্য মরিয়া হয়ে রয়েছে নিউ জিল্যান্ড। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট।
The post ওডিআই বিশ্বকাপের মঞ্চেই নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট appeared first on CricTracker Bengali.