Babar Azam in press conference. (Photo by RIZWAN TABASSUM/AFP via Getty Images)
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। তার আগেই বিশ্ব ক্রিকেটে ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছে পাকিস্তান। শনিার আফগানিস্তানকে হারানোর পরই ওডিআইয়ের ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে তারা। আর তাতেই আপ্লুত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলের সতীর্থদেরই এই সাফল্যের জন্য সমস্ত কৃতিত্ব দিলেন পাক অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপের আগে তাদের ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছনোটা যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের মঞ্চে শীর্ষে থেকেই নামবে পাকিস্তান।
শনিবার সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সিরিজ জয় আগেই হয়ে গুয়েছিল তাদের। তবুও এই ম্যাচ জয়ের জন্য মরপিয়া ছিল পাকস্তান। কারণ একটাই। এই ম্যাচ জিততে পারলেই আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছঠনোর সুযোগ ছিল তাদের। সেটাই করে দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দলের প্রতিটি ক্রিকেটারদের পারফর্মযাম্সেই আপ্লুত হয়েছেন বাবর আজম। শীর্ষস্থানে পৌঁছনোর সেই কৃতিত্বও সেই কারণে দলের প্রতিটি সতীর্থদেরই দিচ্ছেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে ৬০ রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম
শেষম্যাচে আফগানিস্তনের বিরুদ্ধে ৫৯ রানে জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেখানেেই ব্াট হাতে ফের একবার রানের ঝলক দেখা গিয়েছে বাবর আজমের ব্যাট থেকে। আফগানিস্তানের বিরুদ্ধে বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৬০ রান এবং মহম্মদ রিজওয়ান করেছিলেন ৬৭ রান। তাদের সেই পারফরম্যান্সই যে পাকিস্তানের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তাও বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০-এ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এরপরই আইসিসির ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে নিজেদের জায়গায়া পাকা করে ফেলেছে পাক বাহিনী। সেটাই এযে এখন পাকিস্তানের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
বাবর আজম এই প্রসঙ্গে জানিয়েছেন, “সকলকে আবারও একটা ধন্যবাদ। হ্যাঁ এই মুহূর্তে আমরা ওডিআইয়ের ফর্ম্যাটে এক নম্বর দল। এর সম্পূর্ণ কৃতিত্ব যাচ্ছে দলের সকলকে। কারণ এই জায়গায় পৌঁছনোর জন্য তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন। অবশ্যই আফগানিস্তান শিবিরে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিন আক্রমণ রয়েছে। তাদের বিরুদ্ধে খেলাটা এশিয়া কাপের মঞ্চে আমাদের অবশ্যই সাহায্য করবে”।
এই বছর আফগানিস্তনের আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল পাকিস্তান। সেই সিরিজ জয়েরপর থেকেই তাদের সামনে শীর্ষস্থানে পৌঁছনোর একটা সুযোগ ছিল। শেষপর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০-এ জয় পাওয়ার পরই সেই জায়গাদখল করে নিয়েছে পাক বাহিনী।
The post ওডিআই ফর্ম্যাটে শীর্ষস্থানে পৌঁছে সতীর্থদেরই কৃতিত্ব দিচ্ছেন বাবর আজম appeared first on CricTracker Bengali.