BJ Sports – Cricket Prediction, Live Score

ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল

ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল

#image_title

Shubman Gill. (Photo Source: Twitter)

ওডিআই ক্রিকেটের মঞ্চে একটি অনেক বড় রেকর্ড করলেন শুভমন গিল। এই ফরম্যাটে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। তার আগে এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার নামে ছিল। তিনি ৪০টি ইনিংস খেলে ২০০০ রান সম্পূর্ণ করেছিলেন। গিল তার থেকে ২টি ইনিংস কম নিয়েছেন। অর্থাৎ, এই প্রতিভাবান ব্যাটার ৩৮টি ইনিংস খেলে ২০০০ রান সম্পূর্ণ করেছেন।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২১ তম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাইলফলকটি স্পর্শ করেছেন শুভমন গিল। তিনি হাশিম আমলার পাশাপাশি শিখর ধাওয়ানের রেকর্ডও ভেঙে দিয়েছেন। ধাওয়ান ৪৮টি ইনিংস খেলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এখন ভারত তথা বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডের মালিক হলেন গিল।

হাশিম আমলা ২০১১ সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় এই মাইলফলকটি স্পর্শ করেছিলেন। অর্থাৎ, তার এই রেকর্ডটি ১২ বছর স্থায়ী ছিল। অন্যদিকে, শিখর ধাওয়ান ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় ২০০০ রান সম্পূর্ণ করেছিলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ রান করতে সক্ষম হন শুভমন গিল

নিউজিল্যান্ড প্ৰথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায়। ড্যারিল মিচেল দলের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ৯টি চার এবং ৫টি ছয় সহ ১২৭ বলে ১৩০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। রাচিন রবীন্দ্রও ভালো রান পেয়েছেন। তিনি ৬টি চার এবং ১টি ছয় সহ ৮৭ বলে ৭৫ রান করেন। ড্যারিল এবং রাচিন বাদে নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটার এই ম্যাচে ৩০ রানের গন্ডি পার করতে পারেননি। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজের প্ৰথম ম্যাচ খেলতে নেমে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান মহম্মদ শামি। তিনি ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।

এই ম্যাচে ৩১ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল। তার এই ইনিংসটিতে ছিল ৫টি চার। তিনি লকি ফার্গুসনের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তিনি এবং রোহিত শর্মা মিলে প্ৰথম উইকেটে ৭১ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। রোহিত ৪টি চার এবং ৪টি ছয় সহ ৪০ বলে ৪৬ রানের একটি সুন্দর ইনিংস খেলে নিজের উইকেট হারান। শ্রেয়াস আইয়ার ৬টি চার সহ ২৯ বলে ৩৩ রান করেন। শেষমেশ এই ম্যাচটিতে ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান সম্পূর্ণ করলেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.

Exit mobile version