Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)
কয়েকদিন আগেই উড়িষ্যায় এক ভায়বহ রেল দূর্ঘটনার স্বাক্ষী থেকেছে ভারতবাসী। সেই উদ্ধারকাজ এখনও পর্যন্ত চলছে। েমন ভয়াবহ দূর্দটনায় অনেকেি স্বজন হারা হয়েছেন। এমন পরিস্থিতি দেখে সকলেরই মন বারাক্রান্ত হয়ে উঠেছে। সেখ্েনেই ফের একবার মানবিক রুপ দেখা গেল প্রাক্তন বারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের। দূর্ঘটনা কবলিত মানুশদের প্রতি সাহায্য়েরক হাত বাড়িয়ে দিলেন বারকচীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। দূর্ঘটনায় আক্রান্ত পরিবারের শিশুদের জন্। তাঁর স্কুলে বিনা টাকায় পড়ার বার্তা দিয়েছেন বরেনেজ্র সেওয়াগ।
এই ঘটনা সামনে আসার পর থেকেই ভারতে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। এমন রেল দূর্ঘটনা দেখার পর নিজেদের সামলে রাকতে পারছেন না কেউই। এই দূর্ঘটনার পরই ভারতীয় দলের ক্রিকেটাররা তাদের শোক প্রকাশ করেছিলেন। এবার তাদের দুর্ঘটনা কবলিত মনুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের শিসুদের তাঁর স্কুলে বিনা টাকায় পড়াশোনা করার ব্যবস্থা করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন বীরেন্দ্র সেওয়াগ। এমন সিদ্ধান্তেই স্বভাবতিই আপ্লুত সকলে।
রবিবার রাতে ওড়িষায় এক ভয়াবহ ট্রেন দূর্ঘটনার স্বাক্ষী থাকে গোটা দেশ
গত রবিবার উড়িষ্যার বালেশ্বরে বিরাট এক ট্রেন দূর্ঘটনার স্বাক্ষী থেকেছে গোটা দেশ। সালিমার এক্সপ্রেস সহ করমন্ডল এক্সপ্রেস বিরাট এক গূর্ঘটনার কবলে পড়েছিলেন। সেই ঘটনার পর থেকে ক্রমশই বেড়ে চলেচে মৃতের সংখ্যা। একইসঙ্গে চোট আঘাত প্রাপ্ত হওয়ার সংখ্যাটাও খুব একটা কম নয়। ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ২৫০ ছেড়ে গিয়েছে। আহত হওয়ার সংখ্যা চাড়েছে এক হাজারেরও বেশী। সেউ পরিস্থিতিতেই দেখা গেল মানবিক বীরেন্দ্র সেওয়াগকে।টুইট করেই তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ।
টুইক করে তিনি লিখেছিলেন, “দীর্ঘদিনের জন্য এই ছবি আমাদের সকলকে তাড়া করে বেড়াবে। এমন গভীর শোকের সময় আমি একমাত্র যেটা করতে পারি তা হল এই দূর্ঘটনায় যারা পড়েছিলেন এবং সেখানে যারা প্রাণ হারিয়েছেন, তাদের শিশুদের পড়াশোনার দায়িত্ব নিতে পারি আমি। সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল বোর্ডিংয়ে সেই সমস্ত শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে চলেছি আমি”।
সম্প্রতি ভারতের বুকে এমন রেল দূর্ঘটনা সকলেরই মন ভারাক্রান্ত করে তুলেছে। সেই পরিস্থিতিতেই ভারতীয় দূর্ঘটনার কবলে পড়া মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর এমন সিদ্ধান্তের প্রশংসা যে সকলেই করবেন তা বলাার অপেক্ষা রাখে না।
The post ওড়িষা ট্রেন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শিশুদের দিকে সাহায্যের হাত বীরেন্দ্র সেওয়াগের appeared first on CricTracker Bengali.