Nathan Lyon. (Photo by Bradley Kanaris/Getty Images)
প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাশেজের প্রথম টেস্ট জয়ের পর এবার অস্ট্রেলিয়ার সামনে সিরিজের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আবার সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ন্যথান লিয়নের সামনে রয়েছে নতুন রেকর্ড গড়ার হাতছানি। বিশ্ব ক্রিকেটের প্রতম বোলার হিসাবে টানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়তে চলেছেন ন্যাথান লিয়ন। কেরিয়ারের শুরু থেকেই অস্ট্রেলিয়ার টেস্ট শিবিরের অন্যতম প্রধান সদস্য তিনি।
এই মুহূর্তে ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের থেকে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। লর্ডসের মঞ্চে অবশ্য পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষেই রয়েছে। বার সেই ঐতিহ্যের লর্ডসেই অস্ট্রেলিয়ার জার্সিতে এক নতুন রকেকর্ড গড়তে চলেছেন এই তারকা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে তিনি ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়লেও বোলার হিসাবে কেউই এখনও পর্যন্ত সেই রেকর্ড গড়তে পারেননি। ঐতিহ্যের লর্ডসে সেই ইতিহাস গড়তে চলেছেন ন্যাথান লিয়ন।
টেস্টের মঞ্চে ৫০০ উইকেট নেওয়ার থেকে মাত্র পাঁচ উইকেট দূরে রয়েছেন ন্যাথান লিয়ন
এই লর্ডসের মঞ্চে শুধু এই একটিই রেকর্ড তিনি গড়বেন না। তাঁর সামনে রও একটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ন্যাথান লিয়নের সামনে। টেস্টের ম়্চে ৫০০ উইকেট নেওয়া তেকে মাত্র ৫ উইকেট দূরে রয়েছেন ন্যাথান লিয়ন। ঐতিহ্যের লর্ডসে শেষপর্যন্ত তিনি ৫০০ টেস্ট উইকেটের মালিত হতে পারেন কিনা তা তো সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার হয়ে এই মুহূর্তে টেস্টে মঞ্চে যে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেটা বলার অপেক্ষা রাখে না। টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে ২০১১ সালে অভিষেক হয়েছিল ন্যাথান লিয়নের। সেই থেকেই সাফল্যের রাস্তায় হেঁটে চলেছেন তিনি।
টেস্টের মঞ্চে সেঞ্চুরী ম্যাচ খেলার রেকর্ড অনেকেরই রয়েছে। কিন্তু একটানা ম্যাচ খেলার রেকর্ড খুব কম ক্রিকেটারেরই রয়েছে। ন্যাথান লিয়নের আগে এই রেকর্ড মাত্র রাঁচজন ক্রিকেটারই করতে পেরেছি্লেন। তবে তাদের মধ্যে কেউই বোলার নন। বিশ্ব টেস্টের মঞ্চে প্রথম বোলার হিসাবে এই রেকর্ড একমাত্র গড়তে চলেছেন ন্যাথান লিয়ন। কয়েকবছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলের নিয়মিত সদস্য ন্যাথান লিয়ন। এবার এক নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।
তাঁর আগে এখনও পর্যন্ত একটানা ১০০টি ম্য়াচ খেলার রেকর্ড রয়েচে সুনীল গাভাসকর, অ্যালেস্টার কুক, অ্যালান বর্ডার, ব্রেন্ডন ম্যাকালাম এবং মার্ক ওয়। তবে বোলার হিসাবে তিনিই প্রথম এমনটা করতে চলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে অবশ্য ১২২টি টেস্ট খেলে ফেলেছেন তিনি।
The post ঐতিহ্যের লর্ডসে ইতিহাস গড়ার হাতছানি ন্যাথান লিয়নের সামনে appeared first on CricTracker Bengali.