Shubman Gill. (Instagram/Virat Kohli and IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৬২ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৩৪ রানে পরাজিত করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি)। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে এই মরসুমের প্ৰথম দল হিসেবে প্লেঅফসে নিজেদের জায়গা নিশ্চিত করল জিটি।
এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেন জিটির প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। তিনি মাত্র ৫৮ বলে ১০১ রান করেন। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ১৩টি চার এবং ১টি ছয়। আইপিএলের মঞ্চে এটি ছিল তার প্ৰথম শতরান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুভমন গিলের এই শতরানের পর তার ভূয়সী প্রশংসা করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শুভমনের একটি ছবি দিয়েছেন এবং সেটিতে ক্যাপশন দিয়েছেন, “সম্ভাবনা আছে এবং তারপর গিল আছে। এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর শুভমান গিলের মঙ্গল করুন।”
শুভমন গিল এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন এবং ৫৭৬ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৮ এবং ১৪৬.১৯। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।
আইপিএল ২০২৩-এর প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে গেল এসআরএইচের
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই ম্যাচটি হেরে যাওয়ায় তাদের জন্য প্লেঅফসে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। শুভমন গিলের দুরন্ত শতরানের সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করেছিল গুজরাট টাইটান্স। গিল বাদে ব্যাট হাতে একটি সুন্দর ইনিংস খেলেছিলেন সাই সুদর্শন। তিনি ৩৬ বলে ৪৭ রান করেছিলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মেরেছিলেন। গিল এবং সুদর্শন বাদে জিটির আর কোনো ব্যাটার খুব একটা ভালো রান করতে পারেননি। বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে এসআরএইচ ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করতে সক্ষম হয়। হেনরিখ ক্লাসেন ৪৪ বলে ৬৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার। তিনি ২৬ বলে ২৭ রান করেন। মায়াঙ্ক মার্কন্ডে ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান শুভমন গিল।
The post এসআরএইচের বিরুদ্ধে শুভমন গিলের শতরানের পর তার প্রশংসা করলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.