BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপ ২০২৩, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশঃ ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

#image_title

Srilanka vs Bangladesh. (Photo Source: Twitter)

এশিয়া কাপে আসার আগেই চোট আঘাতে জর্জরিত হয়েছে শ্রীলঙ্কা। দলের সেরা তিন ক্রিকেটারকে চাড়াই এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করতে হবে শ্রীলঙ্কাকে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধেই এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে শ্রীলঙ্কা। দুই শিবিরেরই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাইরে রয়েছেন। তবে এসব ভুলে একে অপরকে যে তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে গতবারের এশিয়া কাপে হারের বদলা নেওয়ার সুয়োগও এবার বাংলাদেশের সামনে রয়েছে।

গতবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরেই যাত্রা শেষ হয়েছিল বাংলাদেশের। যদিও সেসব এখন অতীত। এবারের এশিয়া কাপ ওডিাই ফর্ম্যাটে ফিরেছে। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগেই বাংলাদেশের ওডিআই দলের নেতৃত্বে পেয়েছেন সাকিব অল হাসান। তবে এই মঞ্চে তামিম ইকবাল যেমন নেই। তেমনই ম্যাচে নামার একদিন আহে বাংলাদেশ শিবির থেকে ছিটকে গিয়েছেন আরেক তারকা ক্রিকেটার লিটন দাসও।  যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সাকিবের নেতৃত্বে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা তা তো সময়ই বলবে। ওয়ানিন্দু হাসারঙ্গা আগেই ছিটকে গিয়েছিলেন। এরপর একে একে চোট পেয়ে শ্রীলঙ্কা শিবির থেকে ছিটকে গিয়েছেন দুশমন্থ চামিরা, মদুশঙ্কাদের মতো তারকা ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে কছঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কি্না তা তো সময়ই বলবে। দুশমন্থ চামিরা এই মুহূর্তে শ্রীলঙ্কার সেরা পেস বোলার। কিন্তু তাঁর না থাকাটা যে শ্রীালঙ্কা শি্বিরে একটা বড়সড় প্রভাব ফেলবে তা বে স্পষ্ট।

পিচ কন্ডিশন

প্রথম ম্যাচই পাল্লেকল স্টেডিয়ামে হবে। বরাবরই শ্রীলঙ্কার পাল্লেকল স্টেডিয়াম ব্যাটারদের বাড়তি সাহায্য করে এসেছে।  তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই শিবিরেই স্পিনারদের আধিক্য রয়েছে। ম্যচে সময় এগনোর সঙ্গে সঙ্গেই স্পিনাররা তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করবে। এই পিুচে যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে ব্যাটিং নেওয়ার পথেই হাঁটতে পারেন।

সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, দ্বিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মহিশ থিকসানা, লাহিরু কুমারা, মথিসা পাথিরানা।

বাংলাদেশঃ আফিফ হোসেন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তওহিদ হৃদয়, মেহিদী হাসান মিরাজ, সাকিব অল হাসান, মুস্তাফিজুরক রহমান, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, মেহেদী হাসান।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হেড টু হেড

ম্যাচ – ৫১। শ্রীলঙ্কা – ৪০। বাংলাদেশ – ৯। ফলাফল হয়নি – ২

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ৩টে ( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

The post এশিয়া কাপ ২০২৩, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশঃ ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Exit mobile version