BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপ ২০২৩, ম্যাচ ১ঃ পাকিস্তান বনাম নেপাল ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

এশিয়া কাপ ২০২৩, ম্যাচ ১ঃ পাকিস্তান বনাম নেপাল ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

#image_title

আর মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা। এরপরই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। ঘরের মাঠে প্রথম ম্যাচে ধারেভাবে এগিয়ে থেকেই নামছে পাকিস্তান।  ভারতের বিরুদ্ধে নামার আগে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় পাওয়াটা যে পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এবারই প্রথমবার এশিয়া কাপেকর মঞ্চে এসেছে নেপাল।  পাকিস্তানের থেকে ধারেভারে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার  মরিয়া চেষ্টা যে তারা করবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে কয়েকদিন আগেই আসিসির ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। সেখানেই আফগান  বাহিনীকে ৩-০ হারিয়ে ওডিআই ক্রিকেটের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানেরক হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ইমাম উল হক। এছাড়া শেষ ম্যাচে ফের একবার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটির পারফরম্যান্স দেখা গিয়েছিল।

গতবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছিল তাদের।  এবারের এশিয়া কাপে পাকিস্তান তাদের লক্ষ্যে পৌঁছতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে শুরু থেকেই পাকিস্তানের ক্রিকেটাররা আক্রমণাত্মক মেজাজে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগে মুলতানের পিচের দিকেই বিশেষ নজর রয়েছে সকলের।


ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ৩টে( ভারতীয় সময় )

টেলিভিসণ সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার ওয়েবসাইট ও অ্যাপ


পিচ কন্ডিশন

প্রথম ম্যাচেই এই পিচ থেকে স্পিনাররা খানিকটা বাড়তি সুবিধা পেতে পারেন। এই পিচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই এগিয়ে রাখবে দলকে। তবে নেপাল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। কারণ এই মুহূর্তে সেই জায়গাতেই প্রধান শক্তি রয়েছে নেপালের। মুলতানের এই পিচে ২৬০ রান লড়াই করার মতো স্কোর হতে চলেছে।


সম্ভাব্য একাদশ

পাকিস্তানঃ 

এশিয়া কাপ ২০২৩, ম্যাচ ১ঃ পাকিস্তান বনাম নেপাল ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
পাকিস্তানঃ

ফখর জামন, ইমাম উল হক, বাবর আজম ( অধিনায়ক ), মহম্মদ রিজওয়ান, আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ/মহম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, নাসিম শা, হারিস রওফ।

নেপালঃ

নেপাল

 কুশল ভুরতেল, আসিফ শেখ, ভীম শারখি, রোহিত পওডেল ( অধিনায়ক ), কুশল মাল্লা, দীপেন্দ্র সিং এরি, গুলশন ঝা, সোমপাল কামি, সরণ কেসি, সন্দীপ লামি্চানে, ললিত রাজবংশী।


পাকিস্তান বনাম নেপাল হেড টু হেড

ম্যাচ – ০, পাকিস্তান – ০, নেপাল – ০

Exit mobile version