BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপের দড়জা খোলা যুজবেন্দ্র চাহালদের, বার্তা রোহিত শর্মার

 এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপের দড়জা খোলা যুজবেন্দ্র চাহালদের, বার্তা রোহিত শর্মার

#image_title

Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

গত সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেখানেই যুজবেন্দ্র চাহালের যেমন সুযোগ হয়নি, তেমনই রবিচন্দ্রন অশ্বিনকেও দেখা যায়নি। আর সেই ঘটনা দেখারপর তেকেই বারতীয় ক্রিকেট মহলে যে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই গুঞ্জন উঠেছিল যে বিশ্বকাপের দলেও কী  তবে এই দুই তারকা ক্রিকেটারকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। দল ঘো,ণার পরই অবস্য সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক অজিত আগরকর।

সেইসঙ্গে কেন যুজবেন্দ্র চাহালকে সেি দলে রাখা হয়নি তা নিয়েও মুখ খুলেছিলেন রোহিত শর্মা। কুলদীপ যাদব ভারতী. দলে থাকলেও শেষপর্যন্ত য়ুজবেন্দ্র চাহালকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। শেষ কয়েক বছর ধরে ভারতী দলের হয়ে কোনও বড় প্রতিযোগিতাতেই সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। তবে এশিয়াকাপের ম়্চে যুজবেন্দ্র তাহাল কিংবা রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ হয়নি মানে যে বিশ্বকাপের দজলেও তাদের সুযোগ হবে না তা মানতে একেবারেই নারাজ রোহিত শর্মা।

এশিয়া কাপের দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের

এসিয়া কাপের দলে একজন অফস্পিনারকে রাখা নিয়ে দীর্ঘ আসোচনা হলেও, দলে ব্যাটিং শক্তি বাড়ানোর পাশাপাসি একজন বাড়তি স্মারকেই রাখতে চেয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা।  যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা তাদের আসোচনায় থাকলেও শেষপর্যন্ত তাদেরকে না রেখেই ভারতীয় দল ঘোষণা করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাদের মতে যুজবেন্দ্র চাহালকে রাখতে গেলে এই দল তেকেএকজন সিমারকে বাদ দিতে হত তাদের। কিন্তু অএশিয়াকাপের মঞ্চে তারা সিমারের আধিক্য দলে রাখতে চান।

এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছিলেন, “দলে একজন অফ স্পিনার রাখার জন্য আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু রাখা যায়নি। আট নম্বর থেকে নয় নম্বর পজিশনে আমরা এমন ক্রিকেটারদের চাই যারা ব্যাটিং করতে পারে। রবিচন্দ্রন অশ্বিন  এবং য়ুজবেন্দ্র চাহালকে নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাদের দলে রাখতে পারিনি। কারণ তেমনটা হলে সেখানে একজন পেসারকে দল থেকে বাদ দিতে হত। আগামী দুমাস পেসাররা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে”।

রোহিত শর্মা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, “কারও জন্যই বিশ্বকাপের দড়জা বন্ধ হয়নি। যেকনও সময়ই যেকোনো ক্রিকেটার দলে সুযোগ পেয়ে যেতে পারেন। যুজবেন্দ্র চাহালো সম্প্রতি সাদা বলের ফর্ম্যাটে ভাল ক্রিকেট খেলেছেন। আমাদের যদি মনে হয় নিশ্চয় ওকে বিশ্বকাপের দলে ডাকা হতে পারে”।

The post এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপের দড়জা খোলা যুজবেন্দ্র চাহালদের, বার্তা রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.

Exit mobile version