BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপে দেশের জার্সিতে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ

 এশিয়া কাপে দেশের জার্সিতে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ

#image_title

Jasprit Bumrah. (Photo Source: BCCI)

আইপিএল চলার মাঝেই সুখবর ভারতীয় শিবিরের জন্য। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন এশিয়া কাপেই ভারতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। যদিও  এখনই সবকিছু নিশ্চিত নয়। তবে এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে আসন্ন এশিয়া কাপই নাকি মাঠে ফেরার জন্য পাখির চোখ করতে চলেছেন জসপ্রীত বুমরাহ। গতবছর সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার।  তাঁর রিহ্যাব শুরুর খবর যে ভারতীয় শিবিরে স্বস্তির খবর নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে এশিয়া কাপেই ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন এই তারকা ক্রিকেটার। চোটের জন্য এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই জসপ্রীত বুমরাহ।  তবে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে আফগানিস্তানের বিরুদ্ধে একটা ওয়ার্মআপ ম্যাচ খেলতে পারেন তিনি। যদিও চিকিকত্সকদের পরামর্শের ওপরই নির্ভর করবে তা। অস্ত্রেোপচারের পর  ৬ সপ্তাহ বিশ্রামে ছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। কয়েকদিন আগে থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে।

২০২২ সালের সেপ্টেম্বর থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ

২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকেই মাঠের বাইরে ভারতীয় দলের প্রধান তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা পেসার।  যদিও রিহ্যাব সারিয়ে তারপর ফের ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে্ টি টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সুরু হয়ার আগেই চিটকে গিয়েছিলেন এই তারকা পেসার। এরপর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে।

বছরের শুরুতেও তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার।  এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় জসপ্রীত বুমরার। নিউ জি্ল্যান্ডে সফল অস্ত্রোপচার হয়েছিল ভারতীয় দলের এই কতারকা ক্রিকেটারের। এরপর প্রায় ৪২ দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। এই চোটের ফলে এবারের আইপিএলেও নেই জসপ্রীত বুমরাহ। অবশেষে স্বস্তির খবর এসেছিল ভারতীয় শিবিরে। গত সপ্তাহের শুক্রবার থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ।

এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব সারছেন তিনি। আপাতত তাঁর ফিটনেসের দিকেই সবচেয়ে বেশী নজর দেওয়া হয়েছে। শোনাযাচ্ছে কয়েকদিন পর থেকেই বল হাতে মাঠেও নামতে পারেন এই তারকা ভারতীয় পেসার।  তাঁর মাঠে ফেরার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।

The post এশিয়া কাপে দেশের জার্সিতে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.

Exit mobile version