BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপে কেমন হবে ভারতীয় দল? দেখে নিন

 এশিয়া কাপে কেমন হবে ভারতীয় দল? দেখে নিন

#image_title

India Team ( Image Source: BCCI )

গত বৃহস্পতিবারই এশিয়া কাপ শুরু হওয়ার দিন ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেই প্রতিযোগিতা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এইবছরই রয়েছে বিশ্বকাপের আসর। ভারতের ঘরের মাঠেই বসতে চলেছে এবারের বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতায় নামার প্রস্তুতি যে এখন থেকেই সকলে শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য।

বিশ্বকাপের মঞ্চে নামার আগে এশিয়ার প্রতিটি দলই নামবে এশিয়া কাপের মঞ্চে। এশিয়ার দল গুলো যে এই প্রতিযোগিতাকেই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে দেখছে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের মঞ্চেই নিজেদের চূ়ড়ান্ত শক্তি পরীক্ষাও করে নিতে চায় ভারতীয় দলও।  যদিও এই প্রতিযোগিতায় নামার আগে ভারতীয় দল আরও দুটো ওডিআই ম্যাচের সিরিজ খেলবে। কিন্তু পাখির চোখ এশিয়া কাপের মঞ্চই। এই মাসের শেষেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে টেস্ট সিরিজের সঙ্গে ওডিআইও টি টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল। সেখানে যে দল নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা চলবে তাও বলা চলে। চবে এই এশিয়া কাপের মঞ্চই ভারতীয় দলের প্রস্তুতির প্রধান মঞ্চ হতে চলেছে। এই প্রতিযোগিতাতেই নিজেদের সমস্ত পরীক্ষা নীরিক্ষা দেখে নিতে চাইবে ভারতীয় শিবি্রও। এখন শুধুই এশিয়া কাপ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।

দেখে নেওয়া যাক কেমন হতে পারে এশিয়া কাপে ভারতীয় দল

ভারতীয় দলের ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমন গিলকেই দেখার সম্ভাবনা য়ে প্রবল তা বলার অপেক্ষা রাখে না। তবে এই মঞ্চে ভারতীয় দলের মিডল অর্ডারের দিকেই সকলের নজর রয়েছে সকলের সেটা কার্যত স্পষ্ট। সেখানে অবশ্য মিডলল অর্ডারে রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার ।াদব এবং শ্রেয়স আইয়ার। চোট সারিয়ে এই এ্শিয়া কাপেই ভারতীয় দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে সূর্যকুমার যাদব ফর্মে না থাকলেও, তাঁকে রেখেই ভারতীয় দলের প্রথম একাদশ তৈরি হতে পারে।

এবার দেশের জার্সিতে ওপেনিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। এশিয়া কাপেও তাঁর হাত থেকে সেই পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। একইসঙ্গে এবার ভারতীয় দলের উইকেটকিপার কারা হতে পারে তা নিয়েও নানান হিসাব নিকাশ রয়েছে। সেখানে ঈশান কিষাণ ও লোকেশ রাহুলের মধ্যেই একজনকে দেখা যেতে পারে।

অন্যদিকে এই এশিয়া কাপেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাও। সামি এবং সিরাজের সঙ্গে তাঁকেও দেখা যেতে পারে।

The post এশিয়া কাপে কেমন হবে ভারতীয় দল? দেখে নিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version