BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপের মঞ্চ থেকে ভারতীয় দলের প্রাপ্তি

এশিয়া কাপের মঞ্চ থেকে ভারতীয় দলের প্রাপ্তি

#image_title

India Team. ( Photo Source: ISHARA S.KODIKARA/AFP via Getty Images)

১৮ দিনের লড়াই শেষ। রবিবার শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদেরকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সামনেই রয়েছে বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের এই জয় যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের প্রাপ্তির ঝুলি কিন্তু একেবারে পরিপূর্ণ। বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই এশিয়া কাপ যে ভারতীয় দলের কাছে অন্যতম প্রদান পরীক্ষা ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই রোহিত শর্মা, বিরাট কোহলিসহ সকলেই কার্যত ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছে।

এশিয়া কাপের ম্চেই দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। সেইসঙ্গে গড়েছেন পরপর তিন ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড। তেমনই দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন কুলদীপ যাদব। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। সেইসঙ্গে ফাইনালের মঞ্চে মহম্মদ সিরাজের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছেন। মহম্মদ সিরাজ যে বিশ্বকাপের ম়্চেও ভারতীয় দলের প্রদান শক্তি হয়ে উঠতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বজয়ের লড়াইয়ে নামার আগে এশিয়ার সেরা দল হয়েছে টিম ইন্ডিয়া। এই এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলের প্রাপ্তির ঝুলিও একেবারে পরিপূর্ণ রয়েছে। রোহিত, বিরাট থেকে কুলদীপ যাদব মহম্মদ সিরাজদের পারফরম্যান্সে আপ্লুত হয়েছেন সকলে। এদিন এশিয়া কাপ ফাইনালের মঞ্চেও পুরষ্কার উঠল শুধুই ভারতীয় ক্রিকেটারদের হাতে। দেখে নেওয়া যাক ভারতীয় দলের প্রাপ্তির তালিকা।

প্রতিযোগিতার সেরা ক্রিকেটার কুলদীপ যাদব

এবারের এশিয়া কাপে যুজবেন্দ্র চাহালের সুযোগ না হলেও কুলদীপ যাদবের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। কেমন এমনটা হয়েছিল সেটাই বুঝিয়ে দিলেন কুলদীপ যাদব। এশিয়া কাপের মঞ্চে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন এই কারকা ক্রিকেটার। পাকিস্তান এবং শ্রীলঙ্কার, েই দুই দলের বিরুদ্ধে ভারতের সবচেয়ে কঠিন লড়াইয়ে ত্রাতার ভূমিকায় নিয়েছিলেন কুলদীপ যাদব।

পাকিস্তানের বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। সুপার ফোরের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধেও কুলদীপ যাদব ছিলেন অসাধারণ ফর্মের মধ্যে। সেই ম্যাচেও কুলদীপ যাদবের ঝুলিতে এসেছিল চার উইকেট।

এশিয়া কাপ ২০২৩ সালে সর্বোচ্চ রান শুভমন গিলের

এই বছরে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন  শুভমন গিল। এশিয়া কাপের মঞ্চেও সেই ধারা অব্যহত রেখেছেন এই তরুণ ক্রিকেটার। এশিয়া কাপ শেষের দিন শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন খোদ রোহিত শর্মাও। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক ভারতের এই তরুণ ক্রিকেটার। ৩০২ রান করেছেন শুভমন গিল। যার মধ্যে শুভমন গিলের ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরী ইনিংসও। নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে পরপর অ্র্ধশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে ১২১ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি।  ৩০২ রান করে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল।

এশিয়া কাপের ফাইনালে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ

হাড্ডহা্ড্ডি লড়াইয়ের কথা সকলে ভাবলেও শ্রীলঙ্কাকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। আর সেই সাফল্যের নেপথ্য কারিগড় ছিলেন মহম্মদ সিরাজ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে মহম্মদ সিরাজ ছিলেন বিধ্বংসী ফর্মে। শ্রীলঙ্কার টপ অর্ডার থেকে মিডল অর্ডার, তাঁর ধাক্কাতেই বিধ্বস্ত হয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেইসঙ্গেই ম্যাচের সেরার শিরোপাও তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। আসন্ন বিশ্বকাপের মঞ্চে যে ভারতীয়দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের মঞ্চে দ্রুততম ১৩ হাজার রানের মালিক বিরাট কোহলি

এশিয়া কাপের মঞ্চে শুরুটা ভালভাবে করতে না পারলেও, সুপার ফোরে পর্বে বিরাট কোহলির ব্যাট থেকে উঠেছিল রানের ঝড়। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ছিলের বিধ্বংসী ফর্মে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেইসঙ্গেই ওডিআই ক্রিকেটের মঞ্চে দ্রুততম ১৩ হাজার মালিক হয়েছিলেন বিরাট কোহলি। একইসঙ্গে  ক্রিকেটার হিসাবে ম্যাচ জয়ের নীরিখে সচিন তেন্ডুলকরদের এলিট তালিকাতেও নাম তুলেছিলেন তিনি।

ওডিআইতে ১০ হাজার ও এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের হ্যাটট্রিক

এবারের এশিয়া কাপ শুরু হওয়ার আগে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েই নানান কথাবার্তা চলছিল ক্রিকেট মহলে। প্রথম ম্যাচে পাকিস্তানের বি্রুদ্ধে পারফরম্যান্স বাদ দিলে রোহিত শর্মার ব্যাটে এবারের এশিয়া কাপে ছিল রানের ঝড়। নেপালের বিরুদ্ধে গ্রুপপর্বের ম্যাচে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। এছাড়া এই এশিয়া কাপের মঞ্চেই ওডিআই কেরিয়ারে ১০ হাজার সম্পূর্ণ করেছেন রোহিত শর্মা। সেইসঙ্গে এশিয়া কাপের ফাইনালে কেরিয়ারের ২৫০ তম ম্যাচেও জয় পেলেন রোহিত শর্মা।

The post এশিয়া কাপের মঞ্চ থেকে ভারতীয় দলের প্রাপ্তি appeared first on CricTracker Bengali.

Exit mobile version