AB de Villiers and Yuzvendra Chahal. (Photo Source : Twitter)
গত দুবারের টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবারের এশিয়া কাপের দল থেকেও বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত দেখেই খানিকটা হতাশ হয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। তাঁর মতে একজন লিগ স্পিনার থাকাটা উচিত্। যদিও দীর্ঘ আলোচলার পরই সেষপ্রযন্ত য়ুজবেন্দ্র চাহালকে ভারতী দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। গত ২১ অগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।
যদিও য়ুজবেন্দ্র চাহালকে কেন ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পিছনে সমস্ত যুক্তিই দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক থেকে প্রধান নির্বাচক অজিত আগরকর। আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ভারতীয় দল প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে প্রথম ম্যাচে। দল ঘোষণার পর থেকেই ভারতীয়দলে যুজবেন্দ্র চাহালকে না রাখা নিয়ে এএকটা গুঞ্জন শুরু হয়েছিল। নানান প্রশ্নও উঠতে শুরু করেছিল।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের
দল ঘোষণার পরই কেন য়ুজবেন্দ্র চাহালকে দলে রাখা হয়নি তা নিয়ে স্পষ্ট নিজের জায়গা বুঝিয়ে দিয়েছিলেন অজিত আগরকর। এবারের ভারতীয়দলে তারা কুলদীপ যাদব এহং অক্ষর পটেলকেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ লোয়ার অর্ডারেও তারা ব্যাটিং করতে পারেন এমন ক্রিকেটারের খোঁজে ছিলেন। সেই লক্ষ্যে অক্ষর পটেলই ছিলেন ভারতীয় দলের প্রধান পছন্দ। সেই দিক বিচার করেই যে তারা দল নির্বাচন করেছে তা বলতে দ্বিধা করেননি অজিত আগরকর। একইসঙ্গে রোহিত শর্মাও নিজের কথা জানিয়ে দিয়েছিলেন সেই সময়।
যুজবেন্দ্র চাহালকে দলে নিতে গেলে তাদের একজন পেসারকে বসাতে হত। এশিয়া কাপের মঞ্চে দলে পেসারের আধিক্য প্রয়োজন বলেই যুজবেন্দ্র চাহালকে না রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। যদিও ভারতীয় দলের এই সিদ্ধান্ত নিয়ে বেশ খানিকটা হতাশ হয়েছেন এবি ডেভিলিয়র্স। তিনি নিজস্ব ইউটিঊব চ্যানেলে জানিয়েছেন, “চাহাল ভারতীয় দলে সুযোগ পাননি। সেখানে নির্বাচকরা নিজেদের ভাবনার কথাও খুলে বলেছেন এবং কাদের নেওয়া হয়েছে সেই কথাও জানিয়ে দিয়েছেন। তবে তাঁকে দলে না রাখাটা আমার জন্য খানিকটা হতাশাজনক। যুজবেন্দ্র চাহাল সবসময়ই খুব কার্যকর এবং দলে একজন লেগ স্পিনারকে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ হয়”।
এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহাল সুযোগ না পেলেও, বিশ্বকাপের রাস্তা যে তাঁর জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি সেই কথা অবশ্য এশি্য়া কাপের দল ঘোষণার পরই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা থেকে অজিত আগরকর।
The post এশিয়া কাপের মঞ্চে যুজবেন্দ্র চাহালের সুযোগ না হওয়ায় হতাশ এবি ডেভিলিয়র্স appeared first on CricTracker Bengali.