Bangladesh cricket. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)
আগামী ২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত বুধবার এশিয়া কাপের সূচী ঘোষণা করেছে এসিসি। কিন্তু সেই সূচী দেখেই খানিকটা অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসিয়া কাপের মঞ্চে তাদের ক্রীড়া সূচী নিয়েই কানিকটা অসন্তোষের সুর শোনা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোরক্ড কর্তাদের মুখে। দুই দেশ মিলিয়ে কেলা হওয়ায় এবার বাংলাদেশকে খুব কম সমের মধ্যে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হবে। আর সেটাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এবারের এসিয়া কাপেরক আয়োজকের দায়িত্ব উটেছে পাকিস্তানের কাঁধে। সেখানেই খেলতে য়াওয়া নিয়ে আপত্তি তুলেছিল ভারত। দুই দেশের কারাপ সম্পর্কের জেরেই যে ভারতের এমন সিদ্ধান্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়ে দীর্ঘদিন ধরেই নানান চালবাহানা চলছিল। শেষপর্।ন্ত দীর্ঘ আলোচলার পর এসিয়া কাপের সূচী ঘোষণা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বারতীয় দল পাকিস্তানের মাটিকতেসএকটিও ম্যাচে খেলবে না। তারা শ্রীলঙ্কার মাটিতেই প্রতিটি ম্যাচ খেলবে। গত বুধবারই সেই সূতী ঘোষণা করা হয়েছে।
৩১ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে বাংলাদেশ
এই সূচী নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা খানিকটা হসেও অসন্তুষ্ট হয়েছে। কারণ সেখানেই খেলার জন্য তাদেরক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে. প্রথম ম্যাচ স্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলহ্কাকেই খেলবে বাংলাদেশ। এরপরই পাকিস্তানের মাটিতে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর ফেরতাদের শ্রীলঙ্কার মাটিতে খেলতে যেতে চবে সুপার ফোরের ম্যাচে। কম সময়ে এত দীর্ঘ যাত্রাপথটাই বাংলাদেশের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতক কর্তা জানিয়েছেন, “যদি অএনেক বেশী যত্রা করতে হয় তবে অবশ্যই একটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেই যাত্রা যদি বিমানে হয় তবে আরও খানিকটা সমস্যা। কারণ বিমানে যাওয়ার জন্য লাগেজ নিয়ে অন্তত দুই ঘন্টা আগে বিমান বন্দরে উপস্থিত হতে হবে সকলকে। সেটা মানসিক বাবে একটাচাপ সৃষ্টি করে। একইসঙ্গে শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের দুরত্বও অনেকটা। কিন্তু কিছুই আমাদের করার নেই। কারণ এটা এসিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত”।
৩১ অগস্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। অরপরই আফগানিস্তানের বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে খেলতে নামবে তারা। যদিও এসিসি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। সেখানেই শেষপর্যন্ত এই সমস্যা দূরে যেলে বাংলাদেশ সাফল্যের রাস্তায় এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।
The post এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের দীর্ঘ যাত্রাপথ নিয়ে খানিকটা অসন্তুষ্ট বিসিবি appeared first on CricTracker Bengali.