BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার

 এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার

#image_title

Jasprit Bumrah & Shreyas Iyer. ( Image Source : Gettyimages )

বৃহস্পতিবারই এশিয়া কাপ শুরু হওয়ার দিন ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ৩১ অগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। সবকিছু ঠিকঠাক চললে এই প্রতিযোগিতাতেই ফের ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গেই এশিয়া কাপের মঞ্চে ভারতীয় শিবিরে ফিরতে চলেছেন  শ্রেয়স আইয়ারও। এশিয়া কাপের আগেই এই দুই তারকা ক্রিকেটারের ভারতীয় দলে ফেরার সংবাদ যে খানিকটা হলেও স্বস্তির আবহ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দুই তারকা ক্রিকেটারই এনসিএ-তে তাদের রিহ্যাব সেশন চালাচ্ছে।

গতবছরের সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় দলের বাইরে রয়েচেন জসপ্রীত বুমরাহ। প্রতিটি ক্ষেত্রেই তাঁর অভাব ভালভাবে অনুভব করেছে টিম ইন্ডিয়া। গতবছর এশিয়া কাপের আগেই কোমড়ের সমস্যার জেরে ভারতীয় দল থেকে চিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মথায় রেখেই সেই সময় জসপ্রীত বুমরাকে নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে নরাজ ছিল ভারতীয় বোর্ড। বিশ্বকাপের গে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে ফিরলেও, ফের সেই পুরনো চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ

সেই থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই স্পীডস্টারকে।  বিশ্বকাপের সময়ইই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেই চোটের জন্য এবারের আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে আসন্ন এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। ইএই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব সেশন চলছে জসপ্রীত বুমরার।

ফিজিওথেরাপি চলছে তাঁর। সেইসঙ্গেই শোনাযাচ্ছে তিনি নাকি ধীরে ধীরে বোলিংও শুরু করে দিয়েছেন। আর এই খবরটা যে ভারতীয় দলে স্বস্তি যোগানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরার সঙ্গেই এবার ভারতীয় দলে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ারও। এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগেই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু জসপ্রীত বুমরার সঙ্গে এ্খন তিনিও নাকি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

আগামী ৩১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে এবার ভারতীয় দলও। সেখানেই জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তনের খবর যে ভারতীয় শিবিরকে স্বস্তি এনে দিচ্ছে তা বলাই বাহুল্য।

The post এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.

Exit mobile version