ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। সামনেই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো প্রতিযোগিতা। তার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বোর্ডের তরফে বিশ্রাম দেওয়া হলেও, রোহিত শর্মা কিন্তু সময় নষ্ট করতে একেবারেই নারাজ। শনিবারই নেমে পড়েছেন মাঠে। এসিয়াকাপও বিস্বকাপের কতা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।
সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। আইপিএল থেকে দেশের জার্সিতে সাদা বলের ফর্ম্যাটে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে এনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছেন। সেই পরিস্থি্তিতে ঘুরে দাঁড়ানোটাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় দলের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার সেঞ্চুরী ইনিংস যে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। এখন রোহিত শর্মার ফোকাস এশিয়া কাপের দিকেই। তারই প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা
আপাতত মুম্বইতেই রয়েছেন রোহিত শর্মা। সেখানেই মাঠে নেমে পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর ফিটনেস ট্রেনিংয়ের ছবি বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছিল। এবার তাঁর মাঠে নেমে প্রস্তুতির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রোহিত শর্মা। আর সেই ছবি যে তড়িত্ গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা বলাই বাহুল্য। ছুটি পেলেও তা শুধুমাত্র বিশ্রাম নিয়ে কাটানোর কোনও লক্ষ্যই নেই এই তারকা ক্রিকেটারের। মুম্বইয়েরই কোনও এক মাঠে তাঁর ওয়ার্মআপের ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তিনি।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে উত্তেজলার পারদ যে এখন থেকেই চড়তে শুরু করেছে। আগামী ২১ অগস্ট নির্বাচকদের সঙ্গে দল গঠনের বৈঠকে যোগ দিতে চলেছেন রোহিত শর্মা রাহুল দ্রাবিড়ও। এশিয়া কাপের দলে কোনওরকম চমক থাকে কিনা তা নিয়েও নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সেদিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
এবারের এশিয়া কাপের দল গঠন নিয়ে নানান জল্পনা চলছে। সেই বৈঠকে যে লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে আলোচনা হবে তা একপ্রকার নিশ্চিত। সেদিকেই একন তাকিয়ে রয়েছেন সকলে।
The post এশিয়া কাপের প্রস্তুতিতে মাঠে নেমে পড়লেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.