Ravindra Jadeja. ( Image Source: Jio Cinema )
অগস্টের শেষেই এশিয়া কাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতের লাইনআপ কী হবে তা নিয়ে নানান গুঞ্জন চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে নামার আগে সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয়দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এসিয়াকাপের জন্য ভারতীয় দলের প্রথম এরকাদশ যে এখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরীক্ষা নীরিুক্,াচললেও এশিয়া কাপের দল ভারতীয় টিুম ম্যানেজমেন্ট কার্যত গুছিয়ে নিয়েছে বলেই জানাচ্ছেন রবীন্দ্র জাদেজা।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ চলছে ভারতীয় দগলের।সেখানে প্রথম ম্য়াচে জিততে পারলেও, দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও সেখানে দলের তারকা ক্রিকেটারদের বিস্রাম দিয়ে তরুণ ব্রিগেডকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গেলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট য়েখুব একটাবেশী চিন্তিত নয়, ত রবীন্দ্র জাদেজার কথা থেকেই স্পষ্ট। তাঁর মতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে নামার আগে এটাই ছিল তাদের পরীক্ষা করে নেওয়ার সবচেয়ে বড় মঞ্চ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচে নামছে ভারতীয় দল
এই চলতি অগস্টের শেষেই এশিয়া কাের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। এমন পরিস্থিতিতেই রবীন্দ্র জাদেজার দল গঠন নিয়ে এমন মন্তব্য স্বস্তি ফেরানোর জন্য যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজেই পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছে ভারকীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ওডিআইতেও যে দলের প্রতম একাদশে তারুণ্যের আধিক্য থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের আগে দলের রিজার্ভ বেঞ্চের শক্তি যে ভারতীয় দল এখন পরীক্ষা করছে সেটাও বেশ স্পষ্ট।
এই প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “দলের অধিনায়ক এবং টিম ম্যানেজমেনব্ট তোন লািনপ লব্যবহার করা হবে তা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তা নিয়ে কোনওরক সন্দেহের বহিঃপ্রকাশ নেই। এই পরীক্ষা নীরিক্ষা কোনওরকম হারের কারণ আমাদের কাছে হয়ে পড়তে পারে না। বরং এই পরিবেশের মাদের ওপর একটা আলাদাই প্রভাব রয়েছে। আআমার মতে একটাহার কখনোই আমাদেরকে কোনও অনিশ্চয়তা কিংবা সমস্যার পথে এগিয়ো দিতেো পারে না। এশিয়া কাপে আমাদের দলের প্রথম একাদশ কী হবে তা কার্যকত নিশ্চিত হয়ে গিয়েছে”।
এই বছরই ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্তে নামবে টিম ইন্ডিয়া। তার আগে এশিয়া কাপ যে ভারতীয় দলের কাছে নিজেদের শক্তি পরীক্ষা করার অন্যতম একটা জয়গা তাো বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post এশিয়া কাপের দল নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝেই জাানিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.