BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপের দলে সুযোগ পেলেও বিশ্বকাপে নেই সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা

#image_title

Snju Samson, Tilak Varma & Prasidh Krishna. ( Photo Source: CHANDAN KHANNA, Seb Daly/Sportsfile via Getty Images )

এশিয়া কাপের স্কোয়াডে সকলকে চমকে দিয়েে তিলক বর্মাকে ভারতীয় দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। এঅসিয়াকাপের মাঝেই এার ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে টিম ইন্ডি্য়ার। সেই দলেএও অনেকে চমকের অপেক্ষায় ছিল। যদিও তেমনটা একেবারেই হয়নি। দলে কোনও নতুন মুখের চমক নেই। তবে হ্যাঁ দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। এশিয়া কাপের স্কোয়াডে ভারতীয়দলে থাকলোও বিশ্বকাপের দলে সুযোগ হল না তিলক বর্মা, সঞ্জু স্যামসন ও প্রসিদ্ধ কৃষ্ণার। এখনও পর্যন্ত অবশ্য এশিয়া কাপের মঞ্চেও এই তিন ক্রিকেচারের খেলার সুযোগ হয়নি।

এবারই ওয়েস্ট ইন্ডিজেরক বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তিলক বর্মার। তাঁর সেখানে পারফরম্যান্স দেখার পরই এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার তিলক বর্মা। তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই তিলক বর্মাকে দেশের জার্সিতে মাঠে নামতে দেখার অপেক্ষায় ছিলেন সকলে। যদিও এখন পর্যন্ত ভারতীয়দলের হয়ে এশিয়া কাপের মঞ্চে নামার সুযোগ হয়নিন এই তকরুণ ক্রিকেটারের। সুুপার ফোরের মঞ্চেও সেই সুযোগ হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তিলক বর্মার

কিন্তু তারই মাঝে বিশ্বকাপের দল থেকে অবশ্য তাঁর নাম বাদ গিয়েছে। অন্যদিকে একইসঙ্গে ভারতীয়দলের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আআরেক তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। যদিও এশিয়া কাপের দলে তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসাবেই নেওয়া হয়েছিল। লোকেশ রাহুলের জন্যই নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে লোকেশ রাহুলের সঙ্গে ঈশান কিষাণকেও ভারতীয় দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই শেষপর্যন্ত সঞ্জু স্যামসনকে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের এসিয়া কাপের স্কোয়াডে প্রসিদ্ধ কৃষ্ণাকেও ভারতীয় দলে রাখা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। জসপ্রীত বুমরাহ ফিরে এলে যেতাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপে অবশ্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন অজিত আগরকররা। বিশ্বকাপের মঞ্চে এই তিন ক্রিকেটারকে ছাড়াই দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে এখন থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে।

The post এশিয়া কাপের দলে সুযোগ পেলেও বিশ্বকাপে নেই সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা appeared first on CricTracker Bengali.

Exit mobile version